তেল ভরানোর নামে তা.ণ্ডব! চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের আসানসোলে চলল গু.লি

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টে নাগাদ একটি স্কুটিতে করে সালানপুরের একটি পেট্রল পাম্পে তেল ভরাতে আসে ৩ দুষ্কৃতী।

চব্বিশ ঘণ্টা কাটল না। বুধবারের পর পশ্চিম বর্ধমানের আসানসোলে (Asansol) ফের শ্যুটআউট (Shootout)। বৃহস্পতিবার দিনের আলোয় এক পেট্রোল পাম্পে (Petrol Pump) তেল ভরাতে এসে আচমকাই পাম্পের কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আসানসোলের সালানপুরের ঘটনা। যদিও এই ঘটনায় কেউই গুলিবিদ্ধ হননি বলে খবর। তবে দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টে নাগাদ একটি স্কুটিতে করে সালানপুরের একটি পেট্রল পাম্পে তেল ভরাতে আসে ৩ দুষ্কৃতী। পেট্রল পাম্পের এক মহিলা কর্মীকে ৫৫ টাকার তেল দিতে বলে তারা। অভিযোগ, তেল দেওয়া শেষ হতে না হতেই স্কুটিতে থাকা এক যুবক আগ্নেয়াস্ত্র বের করে ওই মহিলা কর্মীকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু নিশানা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচেন ওই মহিলা কর্মী। এরপরই ছুটে পালিয়ে গিয়ে লুকিয়ে পড়েন তিনি। পুরো ঘটনার ভিডিও সিসিটিভি ফুটেজে (CCTV Footage) ধরা পড়েছে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, পেট্রল পাম্প থেকে পালানোর সময়েও এলাকায় আতঙ্ক ছড়াতে আরও এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।

উল্লেখ্য, বুধবারই আসানসোল দক্ষিণ থানার খটিকপাড়ায় গুলি চলার ঘটনা ঘটে। সেখানে বোনকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম কমল সোনকর। ১৮ বছরের ওই তরুণীকে তাঁর দাদা রাহুল সোনকর গুলি করে বাড়ি ছেড়ে চলে যান বলে অভিযোগ। এরপরই রক্তাক্ত অবস্থায় তরুণীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।