Saturday, January 10, 2026

অধ্যক্ষ বদলের জের! পড়ুয়াদের দু’পক্ষের সং.ঘাতে এখনও অ.শান্ত আর জি কর

Date:

Share post:

বদলির সরকারি নির্দেশিকা মেনেই কাজে যোগ দিয়েছেন নতুন অধ্যক্ষ (Principal)। কিন্তু তিন দিন কেটে গেলেও পড়ুয়াদের একাংশের বাধায় তিনি নিজের অফিসে প্রবেশ করতে পারেননি। অগত্যা কাজে যোগদানের তিনদিন কেটে যাওয়ার পরেও সুপারের কার্যালয়ে বসেই কাজ করছেন নতুন অধ্যক্ষ। এদিকে পড়ুয়াদের একাংশের বিক্ষোভে প্রতিদিনই রণক্ষেত্রের চেহারা নিচ্ছে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল (R G Kar Medical College and Hospital)। দীর্ঘ টালবাহানার জেরে ব্যাহত হচ্ছে মেডিকেল কলেজের প্রশাসনিক কাজকর্মও।

দিনকয়েক আগেই আর জি কর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ থেকে সরানো হয়েছে সন্দীপ ঘোষকে। আর তা নিয়েই বিক্ষোভ দেখাচ্ছেন একদল পড়ুয়া-চিকিৎসক। তাঁকে পুনরায় অধ্যক্ষের পদে পুনর্বহালের জন্য নির্দেশিকা জারি করার দাবি বিক্ষোভকারীদের। তবে এই বিক্ষোভে যোগ দিয়েছেন কলেজের কয়েকজন প্রাক্তনী ও হাউসস্টাফও। এদিকে বুধবার তাঁদের মধ্যে থেকেই মোট ১৩ জনের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন আরজিকর কলেজের মানিকতলা হস্টেলের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের একাংশ। শুধু তাই নয়, অধ্যক্ষ সন্দীপ-ঘনিষ্ঠ এক মহিলা ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধেও র‍্যাগিংয়ের অভিযোগ এনেছেন মহিলা হস্টেলের কয়েকজন পড়ুয়া। অভিযোগকারীরা জানিয়েছেন, সন্দীপ ঘোষকে অধ্যক্ষ পদে ফেরানোর দাবিকে কোনওমতেই সমর্থন করা হচ্ছে না, সেই নিয়েই শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার চালানো হচ্ছে। পুলিশের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বর্তমান অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কয়েকজন পড়ুয়াই।

তবে আর জি করের এই অচলাবস্থা কাটবে, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে অধিকাংশ ডাক্তারি পড়ুয়াই জানাচ্ছেন, সমস্যা মিটিয়ে কলেজে শান্তির পরিবেশ ফিরে আসুক। কিন্তু সেই শান্তি ঠিক কবে ফিরবে, তা কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না। আপাতত উপর মহলের ভরসাতেই বসে আছেন তাঁরা।

 

 

 

 

 

 

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...