Tuesday, August 26, 2025

মাদ্রিদের শিল্প সম্মেলনের মঞ্চ থেকে ঘোষণা, মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়বেন সৌরভ

Date:

Share post:

 


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মাদ্রিদ: এবার বাংলার জন্য বড় খবর। স্পেনের রাজধানী মাদ্রিদে শিল্প সম্মেলনের মঞ্চ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, এবার তিনি কারখানা তৈরি করবেন বাংলায়। ইস্পাত কারখানা তৈরি হবে মেদিনীপুরে। শিল্প সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে সৌরভ এদিন ব্যাখ্যা করেন, কেন বাংলায় লগ্নি করা উচিত? তিনি জানান, বাংলা রাজনৈতিক দিক থেকে স্থিতিশীল, ব্যবসার জন্য সবরকম সাহায্য করে সরকার, রয়েছে ল্যান্ডব্যাঙ্ক এবং এখানে দ্রুত সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই কারণেই মেদিনীপুরে ইস্পাত কারখানা করবেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে সৌরভ বলেন, বাংলার মুখ্যমন্ত্রী যেকোনও পদক্ষেপে সাহায্য করেন। ফলে লগ্নিকারীরা নিশ্চিন্তে লগ্নি করতে পারেন।

এদিন শিল্প সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সৌরভ বলেন, আমি সারা জীবন একজন খেলোয়াড়। তবে আমি ব্যবসায়ী পরিবারের সন্তান। বর্তমান সময়ে আমি বাংলার তরুণ প্রজন্মকে দেখতে পাচ্ছি। আপনারা আমাদের রাজ্যে লগ্নি করলে যুব প্রজন্মের উন্নয়ন হবে। এরপর রাজ্যের শিল্পবান্ধব পরিবেশের কথা তুলে ধরে সৌরভ বলেন, রাজ্য সরকার এমএসএমই-তে জোর দিচ্ছে। ছোট জায়গা থেকে শুরু করে বড় শিল্পের কাজ চলছে। শিক্ষা, কৃষি, তাঁত, চর্ম সবক্ষেত্রে জোয়ার এসেছে। সংস্কৃতির দিক থেকে অত্যন্ত উন্নত বাংলা। দেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয় এই রাজ্যকে। স্পেনের মতো বাংলায় ফুটবলও ভীষণ জনপ্রিয়। স্পেনীয় ফুটবল তারকারা বাংলায় আসছেন। নিশ্চিতভাবে এটা অত্যন্ত বড় বিষয়। এরপরই ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি ব্যবসায়ী সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিচয় প্রকাশ্যে এনে তিনি বলেন, আমি শুধু খেলি না, আমি নতুন ইস্পাত কারখানা করছি মেদিনীপুরে। এটা আমার তৃতীয় কারখানা। এরপরই স্পেনের ব্যবসায়ীদের বাংলায় আসার আবেদন জানিয়ে সৌরভ বলেন, কিছু ছোট সমস্যা হয়তো আছে, কিন্তু তা মিটে যাবে। বাংলায় এখন লগ্নি করার উপযুক্ত পরিস্থিতি রয়েছে। আপনারা আসুন। স্বচ্ছন্দে আমাদের রাজ্যে বিনিয়োগ করুন।

নিজের ইস্পাত কারখানা প্রসঙ্গে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ” আমার প্রথম কারখানা ছিল দুর্গাপুরে, তারপর বিহারের পাটনায়, আর এখন মেদিনীপুরে। মুখ্যসচিব দ্বিবেদী স্যার ও শিল্প সচিব বন্দনা ম্যাম সব ক্লিয়ারেন্স দিয়েছেন। ২০০৭ সাল থেকে এটা শুরু হয়েছে, আমার সঙ্গে পার্টনার হিসেবে রয়েছেন আমার এক বন্ধুও। ৬০০ একর জমিতে অত্যন্ত বড় একটি ইস্পাত কারখানা তৈরি হচ্ছে মেদিনীপুরে। ১ বছর বাদে এই কারখানা থেকে উৎপাদনও শুরু হবে।” ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করা সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান শিল্পের ক্ষেত্রে তাঁর সহযোগিতার জন্য।

spot_img

Related articles

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি, সাসপেন্ড পূর্ব বর্ধমানের ASI!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের...

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...