Sunday, August 24, 2025

মেদিনীপুরে সৌরভের ইস্পাত কারখানা! ১২ হাজার কর্মসংস্থানের সুযোগ

Date:

Share post:

 


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মাদ্রিদ: মাদ্রিদের মাটিতে দাঁড়িয়ে বাংলাকে বড় চমক দিলেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। বঙ্গে লগ্নি টানতে স্পেনের মাটিতে শিল্প সম্মেলনে ঝোড়ো ব্যাটিং করলেন সৌরভ। রাজ্যের উন্নয়ন, শিল্পবান্ধব পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে স্পেনের ব্যবসায়ীদের বাংলায় বিনিয়োগের আবেদন জানালেন তিনি। একইসঙ্গে সকলকে চমকে দিয়ে জানালেন, মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করছেন। সেখানে বাংলার অন্তত ১২ হাজার মানুষের কর্মসংস্থান হবে। শিল্প সম্মেলনে সৌরভ বলেন, আমি বাংলায় বিনিয়োগ করেছি। আবারও করব। আপনাদের বলছি, আপনারাও করুন।

ক্রিকেটার সৌরভের ‘ব্যবসায়ী সৌরভ’ হয়ে ওঠা প্রসঙ্গে বিশদে জানিয়ে বাংলার দাদা বলেন, ২০০৭ সাল থেকে ইস্পাত ব্যবসার সঙ্গে জড়িয়ে যাই আমি। প্রথমে দুর্গাপুর, পাটনা, আর এখন মেদিনীপুরে শুরু হচ্ছে ইস্পাত কারখানা। এই ব্যবসায় আমার সঙ্গে রয়েছেন আমার এক বন্ধুও। ৬০০ একর জমিতে অত্যন্ত বড়মাপের একটি ইস্পাত কারখানা তৈরি হচ্ছে মেদিনীপুরে। একবছর বাদে এই কারখানা থেকে উৎপাদনও শুরু হবে। এ প্রসঙ্গেই বাংলা থেকে আসা প্রতিনিধিদলকে দেখিয়ে নতুন প্রজন্মের প্রতিনিধিদের উদ্দেশে মহারাজ বলেন, কেন বাংলায় নিয়োগ করতে বলেছি এরাই হলেন তার উদাহরণ। এঁদের বাবারা বাংলায় ব্যবসা করতেন, এখন এঁরা ব্যবসা করেন। এটাই প্রমাণ করে বাংলা ব্যবসা-বাণিজ্যের জন্য কতখানি ভরসাযোগ্য। শুধু তাই নয়, প্রিন্স অফ ক্যালকাটা আরও বলেন, কিছু ছোট সমস্যা হয়তো আছে, কিন্তু তা মিটে যাবে। বাংলায় এখন লগ্নি করার উপযুক্ত পরিস্থিতি রয়েছে। আপনারা আসুন। আমাদের রাজ্যে বিনিয়োগ করুন।

মেদিনীপুরের শালবনীতে জিন্দালদের ছেড়ে যাওয়া জমিতে ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করে ইস্পাত কারখানা গড়ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে ১২ হাজার মানুষের কর্মসংস্থান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ১ থেকে দেড় বছরের মধ্যে এই কারখানায় উৎপাদনও শুরু হয়ে যাবে বলে এদিন জানান সৌরভ। বাংলায় এই বিনিয়োগের পিছনে রাজ্য সরকারের অসামান্য সহযোগিতার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ ধন্যবাদ জানান সৌরভ।

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...