Friday, November 7, 2025

কলকাতা-মাদ্রিদের দুই বিশ্ববিদ‌্যালয়ের ‘মউ’ স্বাক্ষর, প্রবাসী বাঙালিদের ‘রাজ্য দিবস’ পালনের অনুরোধ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মাদ্রিদ: মাদ্রিদের শিল্প সম্মেলনের পরে সেখানকার প্রবাসী বাঙালিদের সঙ্গে ঘরোয়া আড্ডাতেও মাতিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এই আলাপচারিতায় তাঁদের অনুরোধ জানালেন বাংলার ‘রাজ্য দিবস’ পালনের জন্য। এর পাশাপাশি, স্পেনের (Spain) ভাল্লা ডলিড বিশ্ববিদ‌্যালয়ের সঙ্গে মাদ্রিদের শিল্পসম্মেলনে ‘মউ’ স্বাক্ষর করল কলকাতার সিস্টার নিবেদিতা বিশ্ববিদ‌্যালয়। ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ‌্যায়ের উপস্থিতিতে দুই বিশ্ববিদ‌্যালয়ের ‘বিনিময়’ শীর্ষক চুক্তিতে সিস্টার নিবেদিতার পক্ষে ছিলেন আচার্য সত‌্যম রায়চৌধুরী ও ডলিডের তরফে গুলেরামা রডড্রিগো মার্টিন।

চুক্তি মেনে ছাত্র-ছাত্রী, গবেষক এবং ফ‌্যাকাল্টি বিনিময় করবে দুই আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান। চুক্তি স্বাক্ষরের পর জানিয়েছেন মুখ‌্যমন্ত্রীর সফরসঙ্গী সত‌্যম রায়চৌধুরী। তাঁর কথায়, বাংলার মেধ‌া ও গবেষকদের শ্রদ্ধা করে, গুরুত্ব দেয় স্পেনীয়রা। মউ মেনে আমাদের ফ‌্যাকাল্টি ও গবেষকরা যেমন শিক্ষার নানা কার্যক্রমে স্পেনে যাবেন, তেমনই মাদ্রিদ থেকেও শিক্ষক-ছাত্ররা কলকাতায় আসবেন।

চুক্তি স্বাক্ষরের পর ‘গেস্ট লেকচারার’ হিসেবে স্প‌্যানিশ শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার জন‌্য সৌরভ গঙ্গোপাধ‌্যায়কে (Sourav Ganguli) অনুরোধ করেছে ডলিড বিশ্ববিদ‌্যালয়। ডলিডের অন‌্যতম শীর্ষকর্তা রডড্রিগো মার্টিন বলেন, বাংলার পাশাপাশি আমরাও গুরুত্ব সহকারে রবীন্দ্রচর্চা করি, আমাদেরও পৃথক রবীন্দ্র গবেষণার বিভাগ আছে। কবির লেখা বহু অনুবাদ গ্রন্থ আমরা সংরক্ষণ করি। শুধু তাই নয়, একটি বড় সংগ্রহশালাও রয়েছে আমাদের।

পশ্চিমবঙ্গের শিক্ষা, সংস্কৃতি ও সাহিত‌্যচর্চা নিয়ে স্পেনীয়দের আগ্রহ খুবই প্রবল বলে ডলিডের মার্টিন জানান। একথার পর পাশে দাঁড়ানো সত‌্যম সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, রবীন্দ্রচর্চা ও গবেষণার কাজেও দুই দেশের মধ্যে আমরা সেতুবন্ধন করতে চাই। বস্তুত কলকাতা ও মাদ্রিদের দুই বিশ্ববিদ‌্যালয়ের ‘মউ’ বাংলার শিক্ষাঙ্গনকে বিশ্বসভায় আরও বিস্তৃত করার সুযোগ করে দিল।

এদিন মাদ্রিদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, বাংলায় ‘রাজ্য দিবস’ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের গান ঠিক হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল’। মমতার অনুরোধ, এখন থেকে প্রবাসী বাঙালিরাও রাজ্য দিবস পালন করুন। এরপরই সবার সঙ্গে গলা মিলিয়ে মুখ্যমন্ত্রী গেয়ে ওঠেন, “বাংলার মাটি, বাংলার জল”।

আরও পড়ুন- বিত*র্কে দেবের ‘ প্রধান’, ইউনিটের বি*রুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘ*নের অভি.যোগ!

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...