Saturday, December 6, 2025

বছরে দুবার হায়ার সেকেন্ডারি! কী বলছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ?

Date:

Share post:

এবার থেকে কি বছরে দুবার উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam)পরীক্ষা দিতে হবে? ২০২৪ – ২৫ শিক্ষাবর্ষ থেকে নয়া নিয়ম চালু হচ্ছে বলেই খবর। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) জানিয়েছেন, ২০২৫-এর নভেম্বর এবং ২০২৬-এর মার্চে দু’বার উচ্চ মাধ্যমিক দিতে হবে পরীক্ষার্থীকে। দু’টি পরীক্ষার গড় নম্বর নিয়ে তৈরি হবে মার্কশিট। প্রথম লিখিত পরীক্ষা হবে ওএমআর শিটে । দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন হবে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক। ২টির মধ্যে যেটায় পরীক্ষার্থীরা ভালো নম্বর পাবে সেই নম্বরটিই গ্রাহ্য হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে রাজ্য সরকারের (Government of West Bengal)কাছে এমন প্রস্তাবই যাচ্ছে।

আগামী বছরের ৫ মে মেডিক্যালে সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা় নিট নেওয়া হবে। আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সি মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে সর্বভারতীয় নিট পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেছে। সেখানে জানানো হয়েছে, প্রতিবার যেমন ওএমআর শিটে অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা হয়, এবারও সেরকমভাবেই হবে। বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকে ভর্তির পরীক্ষা বা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্র্যাজুয়েশন নেওয়া হবে ১৫ মে থেকে ৩১ মে পর্যন্ত। বিশ্ববিদ্যালয়গুলিতে কেন্দ্রীয় ভাবে স্নাতকোত্তরে ভর্তির পরীক্ষা বা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন হবে পরের বছর ১১ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত। ইউজিসি নীতের জুন পর্বের পরীক্ষা হবে আগামী বছর ১০ জুন থেকে ২১ জুনের মধ্যে। জয়েন্ট এন্ট্রান্স এর প্রথম পর্বের পরীক্ষা নেওয়া হবে আগামী বছর ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে। দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে। নিট, ইউজি বাদে অন্যান্য কম্পিউটার নির্ভর পরীক্ষার ফল প্রকাশিত হবে পরীক্ষা শেষ হওয়ার তিন সপ্তাহের মধ্যে। নিট ইউজি পরীক্ষার ফল প্রকাশ করা হবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে। পরীক্ষার রেজিস্ট্রেশন, সিলেবাস সহ যাবতীয় বিবরণের জন্য পরীক্ষার্থীদের এনটিএ-এর ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

বিশ্বকাপে মেসি-রোনাল্ডো দ্বৈরথ! গ্রুপ পর্বেই দুই গোল মেশিনের লড়াই

ঢাকে কাঠি পড়ে গেল ফুটবল বিশ্বকাপের।   মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৬ ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup 2026) ড্র। অর্থাৎ, গ্রুপ পর্বে...

রাজনৈতিক মোড়কে মসজিদ প্রতিষ্ঠা! হুমায়ুনের মিথ্যাচারে ধুইয়ে দিলেন কুণাল

বারবার বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বাংলায় মন্দির প্রতিষ্ঠা হলেও তিনি...

শনির সকালে দুর্ঘটনার কবলে অভিনেতা অনির্বাণ, বাসের সঙ্গে ধাক্কা ‘একেন বাবু’র গাড়ির

মহানগরীতে দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ চারু মার্কেটের কাছে তাঁর...

ভারতীয় সংবিধানের জনক আম্বেদকরের প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, বাবাসাহেব বা ভারতীয় সংবিধানের জনক হিসাবে পরিচিত। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস...