Thursday, November 6, 2025

মুখ্যমন্ত্রীর সিলমোহরের অপেক্ষা! রাজ্য মানবাধিকার কমিশনের পরবর্তী প্রশাসনিক সদস্য বাসুদেব

Date:

Share post:

রা‌জ্য মানবাধিকার কমিশনের (State Human Rights Commission) পরবর্তী প্রশাসনিক সদস্য হিসেবে দায়িত্ব নিতে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় (Basudev Bandopadhyay)। সূত্রের খবর, মানবাধিকার কমিশনের বর্তমান প্রশাসনিক সদস্য নাপরাজিত মুখোপাধ্যায় আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নিতে চলেছেন। জানা গিয়েছে, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজির স্থলাভিষিক্ত হতে চলেছেন বাসুদেব বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পেন (Spain) সফর সেরে ফেরার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, নবান্ন (Nabanna) সূত্রে এমনটাই খবর।

বাসুদেব বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব পদ থেকে অবসর নেওয়ার পর রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের দায়িত্ব সামলেছেন। স্বরাষ্ট্রসচিব হিসেবেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিন সদস্য বিশিষ্ট রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য, বিচারবিভাগীয় সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্টেরই অবসরপ্রাপ্ত বিচারপতি মধুমিতা মিত্র এবং প্রশাসনিক সদস্য হিসেবে রয়েছেন নাপরাজিত মুখোপাধ্যায়। তবে রাজ্য পুলিশের ডিজি পদে অবসর গ্রহণের পর নাপরাজিত মুখোপাধ্যায়কে রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে মনোনীত করেন মুখ্যমন্ত্রী। পাঁচ বছর করে মোট দু’দফায় দশ বছর তিনি রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব সামলেছেন।

উল্লেখ্য, এক দশক পর কমিশনের প্রশাসনিক সদস্য পদে বড়সড় বদল আসতে চলেছে। যদিও আইন সংশোধন হওয়ার পর বর্তমানে তিন বছর করে দু’দফায় সর্বোচ্চ মোট ছ’বছর এই পদে থাকতে পারবেন সংশ্লিষ্ট পদাধিকারী।

 

 

 

spot_img

Related articles

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...