Sunday, August 24, 2025

রাজনৈতিক প্রতিহিং.সা থেকেই অভিষেককে হেন.স্থা প্রমাণিত, হাইকোর্টের রায়ের পরই সরব তৃণমূল

Date:

Share post:

ইডির হাতে কোনও প্রমাণ নেই। নিয়োগ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাই কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। শুক্রবার এই সংক্রান্ত মামলায় স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ইডির দায়ের করা ECIR-এর ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে একদিকে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। কারণ, অভিষেকের বিরুদ্ধে গ্রহণযোগ্য কোনও প্রমাণ দেখাতে পারেনি ইডি। আদালতের এমন রায়ের পরই তৃণমূলের দাবি,অভিষেককে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই হেনস্তা করা হচ্ছিল, সেটা ফের একবার প্রমাণিত।

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “রাজনীতিতে বিরোধীরা শকুনের চোখ লাগিয়ে রেখেছে। তাই দু-একটি কথা বলে রাখা প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বারবার বলেছেন যে তিনি বিন্দুমাত্র অপরাধ করেননি। কেউ তাঁর বিরুদ্ধে বিন্দুমাত্র কোনও প্রমাণ যদি দেখাতে পারে, তাহলে তিনি নিজে শাস্তি মাথা পেতে নেবেন। আজ আদালতের রায়ে অভিষেকের কথাগুলিই প্রতিধ্বনিত হয়েছে। বিজেপি এতদিন জোর করে কোনও প্রমাণ ছাড়া স্রেফ রাজনৈতিক ভাবে হেনস্তা করার জন্য অভিষেককে ফাঁসানোর চেষ্টা করেছে, সেটা প্রমাণিত।”

রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, “হাইকোর্টের নির্দেশের পর এটা স্পষ্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্তা করার জন্য বারবার টার্গেট করা হয়েছে। উদ্দেশ্য একটাই যে তাঁকে বদনাম করো, এবং রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দাও। আমরা ধিক্কার জানাই।”

তৃণমূলের আইটি সেলের চেয়ারপার্সন দেবাংশু ভট্টাচার্যর বক্তব্য, নিজেদের ECIR-এর ভিত্তিতে কোনও প্রমাণ দিতে পারেনি ইডি। হাইকোর্টের এমন রায়ের জন্য বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...