Sunday, November 2, 2025

এশিয়ান গেমসে যাওয়ার ভিসা পেলেন না অরুণাচলের তিন খেলোয়াড়, চিন সফর বাতিল ক্রীড়ামন্ত্রীর

Date:

Share post:

ভারতের তিন খেলোয়াড়কে চিনে যাওয়ার ভিসা না দেওয়ায় প্রতিবাদে চিন সফর বাতিল করলেন ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। অরুণাচল প্রদেশের তিন খেলোয়াড়কে ভিসা দেয়নি চিন। চলতি বছর এশিয়ান গেমস হচ্ছে চিনের হ্যাংঝাউতে। সেখানেই এশিয়ান গেমসে খেলতে যেতে পারেননি ভারতের উশু এক ধরনের মার্শাল আর্ট দলের তিন মহিলা খেলোয়াড়। আর সেই কারণেই প্রতিবাদ হিসাবে চিন সফর বাতিল করেন অনুরাগ ঠাকুর।

এই নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন,”নয়াদিল্লি থেকে চরম প্রতিবাদ জানানো হচ্ছে। সেই সঙ্গে বেজিংয়ে ভারতের দূতাবাস থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। চিন ইচ্ছাকৃত ভাবে আমাদের খেলোয়াড়দের যেতে দেয়নি। এশিয়ান গেমসের নিয়ম ভেঙেছে ওরা।”

জানা যাচ্ছে, ভারতের তিন মহিলা উশু খেলোয়াড় নেইমান ওয়াংসু, ওনিলু তেগা এবং মেপুং লামগুকে ভিসা দেয়নি চিন। ১১ জনের উশু দলের এশিয়ান গেমস খেলতে যাওয়ার কথা ছিল। সাত জন পুরুষ এবং চার জন মহিলা খেলোয়াড় ছিলেন সেই দলে। বুধবার রাতে বিমান ছিল তাঁদের। কিন্তু ওই তিন খেলোয়াড় তাঁদের ছাড়পত্র পাননি। দলের সঙ্গে বিমানে উঠতে পারেননি তারা। ওই তিন খেলোয়াড়কে দিল্লির হস্টেলে রাখা হয়েছে। এশিয়ান গেমসে ২৪ সেপ্টেম্বর থেকে উশু প্রতিযোগিতা শুরু। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

চলতি বছর জুলাই মাসে অনুষ্ঠিত বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসেও চিন এমন একটি কাজ করেছিল। বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসে অংশ নিতে চিনের চেংদু যাওয়ার কথা ছিল ভারতের উশু দলের। সে বারও এই তিন খেলোয়াড়ের ভিসা দেয়নি চিন। দিল্লি থেকে চিনগামী বিমানে ওঠার কথা ছিল ভারতের আট খেলোয়াড়ের। বিমানে ওঠার কয়েক মিনিট আগে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হয় গোটা দলকে।

আরও পড়ুন:বিশ্বকাপের আগে বুমরাহ-র প্রশংসায় এই ইংল‍্যান্ড ক্রিকেটার

 

 

 

 

 

spot_img

Related articles

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...

চড়ছে প্রত্যাশার পারদ, আজ বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের সামনে ভারতীয় মহিলা ক্রিকেট দল 

সেমিফাইনালে অসাধ্য সাধন, ফাইনালে একটাই স্লোগান "bring it home"! ১৪০ কোটির দেশ আজ তাকিয়ে আছে ভারতীয় মেয়েদের (Indian...