Thursday, November 13, 2025

ফেরার খালি.স্তানি জ.ঙ্গি নেতা পন্নুর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনআইএ

Date:

Share post:

ফেরার খালিস্তানি(Khalistan) জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পন্নুর সম্পত্তি বাজেয়াপ্ত করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ(NIA)। শনিবার পন্নুর অমৃতসর ও চণ্ডীগড়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমানে কানাডা(Canada) থেকে ভারত বিরোধী খালিস্তানি সংগঠন চালানো এই পন্নুর বিরুদ্ধে অন্তত ২০ টি গুরুতর অপরাধ মামলা চলছে ভারতে(India)। যার জেরেই অভিযুক্তের অমৃতসরের পৈত্রিক বাড়ি এবং চণ্ডীগড়ের ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়েছে।

ভারত বিরোধিতায় কানাডার মাটিকে ব্যবহার করে দীর্ঘদিন ধরেই দেশবিরোধী বিবৃতি দিয়ে চলেছে পান্নু। কয়েক দিন আগে ভারতের একটি টিভি চ্যানেলের আলোচনায় কানাডা থেকে যোগ দিয়েছিল সে। এদিকে কানাডায় বসবাসকারী হিন্দুরাও রীতিমতো উদ্বিগ্ন সেখানকার খালিস্তানিদের বাড়বাড়ন্তের জেরে। পন্নুর বিরুদ্ধে সম্প্রতি মুখ খুলেছেন কানাডার সাংসদ চন্দ্র আর্য্য। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারাল দলের সাংসদ এই ইন্দো-কানাডিয়ানের অভিযোগ পন্নু কানাডায় বসবাসকারী হিন্দুদের কাছে এক আতঙ্ক হয়ে উঠেছে (NIA seized)। সে হিন্দুদের কানাডা ছেড়ে যেতে লাগাতার হুমকি দিচ্ছে। হামলার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

গোটা পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক হয়ে উঠেছে দেশের গোয়েন্দা বিভাগ। খলিস্তানপন্থীদের বিরুদ্ধে দেশব্যাপী তদন্তে সমন্বয় তৈরি করতে আগামী মাসে দিল্লিতে রাজ্যগুলির গোয়েন্দা সংস্থাগুলিকে নিয়ে বৈঠক করতে চলেছে এনআইএ। আগামী মাসের মাঝামাঝি সময় এই বৈঠকের জন্য রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলিকে প্রস্তুত হতে বলা হয়েছে। এনআইএ-র এক কর্তার কথায়, দিল্লির বৈঠকে কেন্দ্রীয় সরকারেরও সব এজেন্সিকে ডাকা হচ্ছে। কানাডায় খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে সে দেশের সরকার ভারতের দিকে আঙুল তোলায় পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী শক্তি ফের মাথা তুলতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা। খনিস্তানের সমর্থকেরা ফের সক্রিয় হতে পারে। একাধিক রাজ্যে ইতিপূর্বে খলিস্তানিদের বিরুদ্ধে মামলা হয়েছে। কানাডায় আশ্রয় নেওয়া খলিস্তানিরা পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামিক জঙ্গি সংগঠনগুলির সহায়তা পাচ্ছে বলে খবর।

spot_img

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...