কতটা গুরু.তর  ‘দম মারো দম’ গার্ল? জিনাতের শারীরিক অসু.স্থতায় উৎ.কণ্ঠা অনুরাগীদের

এই বয়সে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে তাক লাগিয়ে দিয়েছেন। সেখানেই পুরনো দিনের স্মৃতি-সহ দৈনন্দিন জীবনের বিভিন্ন তথ্য অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।

হঠাৎ করেই অসুস্থ সত্তরের দশকের বলিউডের (Bollywood ) লাস্যময়ী অভিনেত্রী জিনাত আমন (Zeenat Aman)। ৭০ বছর বয়সে নতুন করে কাজ করতে শুরু করেছিলেন। সেটাই কি কাল হল? ব্যক্তিগত জীবনে একাধিক ঝড়ঝাপটা পেরিয়ে তিনি আবার নিজেকে আনন্দ দিতে আবার কাজে ফিরতে রাজি হয়েছেন। সমাজমাধ্যমেও (Social media) যথেষ্ট সক্রিয় তিনি। এই বয়সে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে তাক লাগিয়ে দিয়েছেন। সেখানেই পুরনো দিনের স্মৃতি-সহ দৈনন্দিন জীবনের বিভিন্ন তথ্য অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।এবার জানালেন নিজের শারীরিক অবস্থার কথা। গত ১০ দিন ধরে বর্ষীয়ান অভিনেত্রী (Zeenat Aman) গুরুতর অসুস্থ। অবস্থা এতটাই সিরিয়াস যে বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছেন না।

শনিবার তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। এই বয়সেও জিনাতের ফ্যান ফলোয়ারের সংখ্যা আকাশছোঁয়া৷ আজও কোনও ছবি পোস্ট করতে না করতেই রাতারাতি ভাইরাল হয়ে যান অভিনেত্রী৷ এবারও তাঁর ব্যতিক্রম হল না। নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জানিয়েছেন, গত ১০ দিন ধরে ভয়ঙ্কর ফ্লু-তে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী তিনি৷ আপাতত চিকিৎসকের পরামর্শ মত সম্পূর্ণ রেস্টে আছেন । বর্ষীয়ান অভিনেত্রীর অসুস্থতার খবর শুনে অনুরাগীরা সকলেই তাঁর দ্রুত সুস্থতার কামনা করেছেন৷