Saturday, August 23, 2025

চোখের সামনেই স্ত্রীকে ‘গণধ.র্ষণ’! যোগীরাজ্যে ম.র্মান্তিক পরিণতি দম্পতির

Date:

Share post:

ফের যোগীরাজ্যে (Yogi State) গণধর্ষণের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ফের কাঠগড়ায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের ভূমিকা। পুলিশ সূত্রে খবর, বাড়িতে ঢুকে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ। আর সেই চরম নিন্দনীয় ঘটনা সামনে থেকে দাঁড়িয়ে নীরব দর্শক হয়ে দেখতে হয়েছিল স্বামীকে। তবে এই লাঞ্ছনা সহ্য করতে পারেননি দুইজনই। সিদ্ধান্ত নেন, একইসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করার। যেমন ভাবা, তেমন কাজ। একসঙ্গে বিষ খান (Poisoning) ওই দম্পতি। তবে তার আগে মোবাইলে একটি ভিডিয়ো রেকর্ড করেন দম্পতি। সেই ভিডিয়োয় গণধর্ষণে অভিযুক্তদের নাম ও মহিলার উপরে হওয়া অকথ্য অত্যাচারের বিবরণ দেন তাঁরা। উত্তর প্রদেশের বসতি জেলার ঘটনা। পরে ভিডিওর সূত্র ধরে দু’জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, বসতি জেলার রুধৌলি পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকায় থাকতেন ওই দম্পতি। তাদের তিন সন্তানও ছিল। গত ২০ সেপ্টেম্বরের রাতে হঠাৎই বাড়িতে চড়াও হয় গ্রামের কয়েকজন যুবক। তাঁরা জোর করে ধর্ষণ করেন ওই মহিলাকে। স্ত্রীর উপর হওয়া পাশবিক অত্যাচার দেখতে বাধ্য করা হয় স্বামীকে। ঘটনায় অত্যন্ত ভেঙে পড়েন ওই দম্পতি। সিদ্ধান্ত নেন, একসঙ্গে আত্মহত্যা করবেন। এরপরই বৃহস্পতিবার ভোরে দুজনে বিষ খান। দম্পতির সন্তানরা জানান, বৃহস্পতিবার সকালে তাঁরা স্কুলে যাওয়ার জন্য যখন তৈরি হচ্ছিল, তখন মা-বাবাকে শুয়ে থাকতে দেখে। এরপর দম্পতিকে জিজ্ঞাসা করলে তাঁরা বলেন যে বিষ পান করেছেন দুজনই। শীঘ্রই তাঁরা মারা যাবেন। এরপরই আট বছরের কিশোর ছুটে গিয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, ওইদিনই মৃত্যু হয় ব্যক্তির। তার পরেরদিন মৃত্যু হয় স্ত্রীর।

পুলিশের তরফে জানানো হয়েছে, আত্মহত্যার আগে ওই দম্পতি একটি ভিডিয়ো রেকর্ড করেছিলেন, যেখানে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করেছিলেন। তাঁদের শুক্রবারই পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা (গণধর্ষণ) ও ৩০৬ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা) অভিযোগ দায়ের করা হয়েছে। তবে গণধর্ষণের মতো মর্মান্তিক ঘটনায় ফের বড় প্রশ্নের মুখে যোগীসরকার।

 

 

 

 

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...