Saturday, December 20, 2025

চোখের সামনেই স্ত্রীকে ‘গণধ.র্ষণ’! যোগীরাজ্যে ম.র্মান্তিক পরিণতি দম্পতির

Date:

Share post:

ফের যোগীরাজ্যে (Yogi State) গণধর্ষণের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ফের কাঠগড়ায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের ভূমিকা। পুলিশ সূত্রে খবর, বাড়িতে ঢুকে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ। আর সেই চরম নিন্দনীয় ঘটনা সামনে থেকে দাঁড়িয়ে নীরব দর্শক হয়ে দেখতে হয়েছিল স্বামীকে। তবে এই লাঞ্ছনা সহ্য করতে পারেননি দুইজনই। সিদ্ধান্ত নেন, একইসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করার। যেমন ভাবা, তেমন কাজ। একসঙ্গে বিষ খান (Poisoning) ওই দম্পতি। তবে তার আগে মোবাইলে একটি ভিডিয়ো রেকর্ড করেন দম্পতি। সেই ভিডিয়োয় গণধর্ষণে অভিযুক্তদের নাম ও মহিলার উপরে হওয়া অকথ্য অত্যাচারের বিবরণ দেন তাঁরা। উত্তর প্রদেশের বসতি জেলার ঘটনা। পরে ভিডিওর সূত্র ধরে দু’জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, বসতি জেলার রুধৌলি পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকায় থাকতেন ওই দম্পতি। তাদের তিন সন্তানও ছিল। গত ২০ সেপ্টেম্বরের রাতে হঠাৎই বাড়িতে চড়াও হয় গ্রামের কয়েকজন যুবক। তাঁরা জোর করে ধর্ষণ করেন ওই মহিলাকে। স্ত্রীর উপর হওয়া পাশবিক অত্যাচার দেখতে বাধ্য করা হয় স্বামীকে। ঘটনায় অত্যন্ত ভেঙে পড়েন ওই দম্পতি। সিদ্ধান্ত নেন, একসঙ্গে আত্মহত্যা করবেন। এরপরই বৃহস্পতিবার ভোরে দুজনে বিষ খান। দম্পতির সন্তানরা জানান, বৃহস্পতিবার সকালে তাঁরা স্কুলে যাওয়ার জন্য যখন তৈরি হচ্ছিল, তখন মা-বাবাকে শুয়ে থাকতে দেখে। এরপর দম্পতিকে জিজ্ঞাসা করলে তাঁরা বলেন যে বিষ পান করেছেন দুজনই। শীঘ্রই তাঁরা মারা যাবেন। এরপরই আট বছরের কিশোর ছুটে গিয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, ওইদিনই মৃত্যু হয় ব্যক্তির। তার পরেরদিন মৃত্যু হয় স্ত্রীর।

পুলিশের তরফে জানানো হয়েছে, আত্মহত্যার আগে ওই দম্পতি একটি ভিডিয়ো রেকর্ড করেছিলেন, যেখানে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করেছিলেন। তাঁদের শুক্রবারই পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা (গণধর্ষণ) ও ৩০৬ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা) অভিযোগ দায়ের করা হয়েছে। তবে গণধর্ষণের মতো মর্মান্তিক ঘটনায় ফের বড় প্রশ্নের মুখে যোগীসরকার।

 

 

 

 

spot_img

Related articles

বিজয় হাজারে ট্রফির প্রস্তুতিতে সমস্যা বাড়ল বাংলা দলের

বিজয় হাজারে ট্রফি জয়ের লক্ষ্যে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলা। কিন্তু প্রথম দিন মাঠে যেতেই সমস্যার সম্মুখীন হতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব বাড়লো অক্ষরের, ওয়াইল্ড কার্ডে চমক দিলেন ঈশান!

বছর ঘুরলেই ক্রিকেটপ্রেমীদের নজরে বাইশ গজে কুড়ি-কুড়ি বিশ্বকাপের লড়াই (T20 World Cup 2026)। পূর্ব ঘোষণা মতোই শনিবার ২০২৬...

We want East Bengal Back: মোদির সভায় কী বাংলাদেশ দখলের ডাক!

প্রতিবেশী বাংলাদেশে অস্থির পরিস্থিতি। রাজনৈতিক নেতা থেকে মৌলবাদী নেতারা বারবার ভারত-বিরোধী ডাক দিচ্ছেন। আক্রান্ত হচ্ছে ভারতের দূতাবাস। তা...

SIR-এ বিপদে পড়া মানুষদের জন্য একটি শব্দ নেই! মোদির বৈঠকে কটাক্ষ তৃণমূলের

মতুয়া গড়ে এসআইআরে বাদ মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম। সেই পরিস্থিতিতে রানাঘাটের মানুষের জন্য কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী...