এশিয়ান গেমসের তৃতীয় দিনেও সাফল্য ভারতের ঝুলিতে। এশিয়ান গেমসে ফের রুপো ভারতের। সেইলিংয়ে প্রথম পদক এল দেশে। সেইলর ইভেন্টে রুপো জিতলেন নেহা ঠাকুর। এর আগে শুটিং এবং রোয়িংয়ে রুপো জিতেছিল ভারত।

নেহা মেয়েদের ডিঙ্গি ইভেন্টে রুপো জিতলেন। ধারাবাহিক ভাবে ভাল খেলে দেশকে পদক এনে দিলেন তিনি। নেহা থাইল্যান্ডের নপপাসর্ন খুনবুনজানের বিরুদ্ধে ফাইনালে হারিয়ে রুপোর পদক জিতেলন। রুপো জেতার মুহূর্তে তাঁর নেট স্কোর ছিল ২৭। ১১ রাউন্ডের পর পদক জিতলেন এই ভারতীয় কন্যা। সেইলর ইভেন্টে এটা ভারতের প্রথম পদক।


এদিকে মঙ্গলবার ভারতীয় পুরুষ হকি দল এশিয়ান গেমস হ্যাংঝউতে তাদের দ্বিতীয় জয় তুলে নিল। এশিয়ান গেমসে দাপট দেখাচ্ছেন হরমনপ্রীত সিং-রা। এদিন পুল এ ম্যাচে সিঙ্গাপুরকে ১৬-১ হারিয়েছে ভারত। দু’ম্যাচে জিতে গ্রুপ শীর্ষে রয়েছে ভারত।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

