Wednesday, January 14, 2026

‘গুরুতর অভিযোগ’ তত্ত্বে ফের পার্থর জামিনের আবেদন খারিজ

Date:

Share post:

‘পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর প্রায় দেড়বছর পেরিয়ে গিয়েছে’। ফের খারিজ তার জামিনের আর্জি । সিবিআই শুধু বলছে তথ্য সংগ্রহ করা হচ্ছে, সওয়াল পার্থর আইনজীবীর। বয়সজনিত সমস্যা ও অসুস্থতার কথা জানিয়ে বুধবার জামিনের আর্জি জানান প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। এরপর জামিনের বিরোধিতায় পাল্টা সওয়াল করে সিবিআইয়ের আইনজীবী বলেন,  ‘পার্থর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, মামলায় অনেকে যুক্ত’।

তবে কিছুদিন আগেই সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে আলিপুরের বিশেষ সিবিআই  আদালতের বিচারক বলেন, ‘জামিন খারিজের আবেদনের পক্ষে নতুন গ্রাউন্ড থাকতে হবে। শেষ কিছু দিনের কেস ডায়েরি দেখুন, আমাকে বোকা ভাববেন না’।শিক্ষক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্য অভিযুক্তদের আলিপুর আদালতে পেশ করে জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। পাল্টা, সিবিআইয়ের আইনজীবী বলেছিলেন, একই বিষয় নিয়ে বারবার জামিনের আবেদন করা হচ্ছে। এই আবেদন করা যায় না।

তখন বিচারক বলেন, আমি কি জামিনের আবেদন করতে নিষেধ করতে পারি?  সিবিাইয়ের আইনজীবী বলেন, আদালতের নির্দেশ রয়েছে। নির্দেশনামা দেখার পর বিচারক বলেন, এখানে কোথাও লেখা নেই যে জামিনের আবেদন করা যাবে না। এরপরই ক্ষুব্ধ বিচারক বলেন, এরকম বলে সময় নষ্ট করছেন। আপাতত জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত ৩৫টি ভুয়ো কোম্পানির হদিশ মিলেছে। যা খুলেছিলেন ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়! নিয়োগ দুর্নীতির মামলায়, হাইকোর্টে দেওয়া সিবিআইয়ের রিপোর্টে  এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। একাধিক কোম্পানি থেকে ঘুরে ঘুরে কীভাবে টাকা সুবিধাভোগীদের কাছে গেছে, তা জানতে ফরেন্সিক অডিট হচ্ছে, বলে জানিয়েছে সিবিআই।

 

 

 

spot_img

Related articles

বাঙালিদের ধরে মার-খুন, সেই মহারাষ্ট্রেই বিজেপির সভা ভরাতে বাঙালি পরিযায়ীরাই ভরসা!

সম্প্রতি মহারাষ্ট্র থেকে একটি নৃশংস ঘটনা উঠে এসেছে, যেখানে নৃশংসভাবে পিটিয়ে মারা হয় বাংলার এক পরিযায়ী শ্রমিককে। শুধুমাত্র...

আইপ্যাকে ED-হানা: হাই কোর্টে তৃণমূলের মামলার নিষ্পত্তি, ইডির মামলার শুনানি মুলতুবি

আইপ্যাকের অফিসে ইডির হানা নিয়ে তৃণমূলের দায়ের করা মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাই কোর্ট। তৃণমূলের (TMC) অভিযোগ...

‘কুকুর মুক্ত গ্রাম’ প্রতিশ্রুতি পালনে ৫০০ পথকুকুরকে বিষ দিয়ে খুন প্রধানের

ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, জিতলে 'কুকুরমুক্ত গ্রাম' করবেন। সেই প্রতিশ্রুতি রাখতে ৫০০ পথকুকুরকে অমানবিকভাবে খুনের (stray dogs murder)...

CCL: ট্রফি ফিনিয়ে আনাই লক্ষ্য যীশু-বনিদের, বেঙ্গল টাইগার্স দলে ধোনি কে?

ধারাবাহিক ব্যর্থতা অতীত, বিগত দুই মরশুমে সেলিব্রিটি ক্রিকেট লিগে(CCL) নজরকাড়া পারফরম্যান্স করেছে বেঙ্গল টাইগার্স(Bengal Tigers)। ২০২৪ সালে চ্যাম্পিয়ন...