Sunday, November 16, 2025

‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে আইন কমিশনের বৈঠক, আগামী সপ্তাহে রিপোর্ট জমার সম্ভাবনা

Date:

Share post:

এক দেশ এক নির্বাচন নিয়ে আইন কমিশনের ২২তম বৈঠক শেষ হল বুধবার। সূত্রের খবর, কোনরকম চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে এই বৈঠক। যদিও জানা গিয়েছে, আগামী সপ্তাহে এক দেশ এক নির্বাচন(one nation one election) সংক্রান্ত রিপোর্ট জমা হতে পারে।

বুধবার সকাল ১১টায় কমিশনের চেয়ারম্যান বিচারপতি ঋতুরাজ অবস্থির সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এক দেশ এক নির্বাচন নিয়ে আইন কমিশন তার অবস্থান চূড়ান্ত করতেই এই বৈঠক। একই সঙ্গে এর জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধনী নিয়ে আলোচনাও করে আইন কমিশন। এই বিষয়ে নিজেদের রিপোর্ট তৈরির কাজও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কমিশন। তবে সম্পূর্ণ রিপোর্ট তৈরি হতে আরো কিছুটা সময়ের প্রয়োজন। তবে এই বৈঠকে চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হয়েছে বলে সূত্রের দাবি। বুধবার আইন কমিশনের বৈঠকে ৩টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে । ‘ওয়ান নেশন-ওয়ান ইলেকশনের’ চূড়ান্ত রিপোর্ট , পকসো আইনে বয়স কমানোর বিবেচনা করে আইন এবং অনলাইনে এফআইআর দায়ের করার মত বিষয়টিও আজকের আলোচনায় উঠে আসে। এসব বিষয়ে মতামত নিশ্চিত করার পর আইন কমিশন তাদের সিদ্ধান্ত আইন ও বিচার মন্ত্রকের কাছে পাঠাবে। অন্যদিকে, পকসো আইনে সহমতের ভিত্তিতে যৌন সম্পর্ক স্থাপনের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করা বিষয়ক প্রস্তাবে বৃহস্পতিবার রিপোর্ট দিতে পারে কমিশন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ফেব্রুয়ারি থেকেই কেন্দ্রের অন্দরে এই ইস্যু নিয়ে আলোচনা চলছে। এক দেশ এক নির্বাচনের জন্য ৮ সদস্যের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। যার চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ২৩ সেপ্টেম্বর দিল্লিতে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে পরামর্শ দিতে আইন কমিশনের সিদ্ধান্তও নেওয়া হবে বলেই বৈঠকে ঠিক হয়। তবে ২০২৯ সালের আগে দেশের সমস্ত নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হওয়ার কেন্দ্রের বাসনা পূরণ হবে না বলেই মনে করছে কমিশন।

spot_img

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...