Friday, November 14, 2025

বিশিষ্ট শিল্পী কমলিনীর প্রথম আধুনিক গানে জুটি বাঁধলেন জয়-শ্রীজাত

Date:

Share post:

এই প্রথমবার মৌলিক বাংলা গানে একজোটে সুর মেলালেন কমলিনী মুখোপাধ্যায়, জয় সরকার এবং শ্রীজাত। রবীন্দ্রনাথের গানেই নিজের পরিচিতি তৈরি করেছেন শিল্পী কমলিনী। পনেরো বছরের দীর্ঘসময় ধরে দেশে-বিদেশে শ্রোতাদের মন জয় করে এসেছেন তিনি । এবার নিজের কথা গানে, গানে শ্রোতাদের কাছে তুলে ধরতে মৌলিক গানে কাজ কমলিনীর।

আরও পড়ুনঃ ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচিতে অভিযোগের দ্রুত সমাধানে নবান্নের নির্দেশে পৃথক দল

‘সময় আছে কি নেই ‘- এই গানে প্রথমবারের মতো এক হলেন কবি-গীতিকার শ্রীজাত,সুরকার জয় সরকার এবং কমলিনী। গান প্রকাশ অনুষ্ঠানে সাদার্ন অ্যাভেনিউ-তে উপস্থিত ছিলেন শিল্পী কমলিনী মুখোপাধ্যায় ,জয় সরকার, শ্রীজাত,লোপামুদ্রা মিত্র, অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ আরও অনেক বিশিষ্ট শিল্পীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপসা দাশগুপ্ত।ইতিমধ্যেই শিল্পী কমলিনী মুখোপাধ্যায় অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিওটা প্রকাশ পেয়েছে।

শুধুমাত্র গানের জন্য নয়, আমরা যে সংগীতশিল্পী কমলিনীকে, তার চেয়ে অনেকখানি সরে এসে গানের মধ্য দিয়ে একটি গল্পকে তুলে ধরেছেন তিনি। কমলিনী মুখোপাধ্যায়ের এই নতুন গানে কথা দিয়ে সেটিকে সমৃদ্ধ করে তুলেছেন শিল্পী শ্রীজাত এবং তাতে সুর দিয়েছেন শিল্পী জয় সরকার।
পড়াশোনাই ছিল কমলিনীর পারিবারিক পরিচয়। তবে কমলিনী বেছে নিয়েছেন তাঁর পছন্দের গানের জগত। যুক্তরাজ্য ও ইতালিতে প্রথাগত বিদ্যার্জনের পর এখন তিনি নিউ ইয়র্ক সিটি এবং কলকাতার বাসিন্দা। এই দূরত্বের আড়ালে যে নৈকট্য, দু’পাশে ধরে রাখা দু’রকম আয়নায় একই প্রতিচ্ছবির প্রতিফলন, ভালবাসার টানাপোড়েন আর আসা-যাওয়ার দাগ দিয়ে ঘেরা উঠোন কমলিনীকে বরাবরই ভাবিয়েছে। তাই দীর্ঘ পনেরো বছর রবীন্দ্রনাথের গানের পর এই প্রথম কমলিনীর নিজের গান। যা শুধুই কমলিনীর নিজের কথাগুলিকে তুলে ধরে তা নয়। হয়তো এই গানের মধ্যে দিয়ে কমলিনী আরও অনেকেরই জীবনের ‘না বলা’ কথাগুলিকে তুলে ধরে।গান প্রকাশের পর কমলিনী বলেন, ” রবীন্দ্রনাথের গান চিরকাল আমার প্রাণের সখা। ছোট বেলা থেকেই ওঁনার গানে আমি জীবনের সব রকমের উপলব্ধি, অভিব্যক্তি খুঁজে পাই। এবারের গানটা আমার নিজের জীবনের গান।সেটা আমার কথা ভেবেই কথা-সুরের মায়াজাল বোনা হয়েছে। আমি সেই সব উপলব্ধিকেই গান দিয়ে বেঁধেছি। ”

spot_img

Related articles

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...