‘নিজেকে পাল্টে ফেলেছি’, বিশ্বকাপের আগে বললেন বিরাট, কিন্তু কেন এরকম বললেন কোহলি?

এরপর নিজের ফেলে আসা খারাপ ফর্ম নিয়েও মুখ খোলেন বিরাট। কোহলি বলেন," যখন দারুণ ফর্মে ছিলাম, সেই সময়ের ভিডিও গুলো খুঁজে বার করি।

হাতে আর কয়েকদিন, তাপরই ভারতের মাটিতে শুরু একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু হবে ক্রিকেটের এই মেগা ইভেন্ট। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ভারত। দেশের মাটিতে বিশ্বকাপ হওয়ায়, টিম ইন্ডিয়া যে ফেবারিট, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে বিশ্বকাপের আবহে ঢুকে পরেছে প্রতিটি দেশ। শুরু হয়ে গিয়ে প্রস্তুতি ম‍্যাচও। তবে তার আগে নিজেকে নিয়ে বড় মন্তব্য করলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। অতীতে বার বার বিপক্ষের কোনও ক্রিকেটারের সঙ্গে ঝামেলা, ম্যাচের মাঝে স্লেজিং বা মাথা গরম করতে দেখা গিয়েছে কোহলিকে। কিন্তু বিশ্বকাপের আগে বিরাট জানালেন, তিনি পাল্টে গিয়েছেন। আর কোনও দিন তাঁকে মাথা গরম করতে দেখা যাবে না।

এই নিয়ে আইসিসির ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারের কোহলি বলেন,” আগে অনেক বার রেগে গিয়ে উচ্ছ্বাস করেছি। কিন্তু এখন এগুলো সবই অতীত। আর ফিরে আসবে না। সেই সময়ে অনেকের কাছ থেকে অনেক উপদেশ পেয়েছি। অনেকেই বিভিন্ন কথা বলেছেন। কোথায় ভুল হচ্ছে সেটা ধরিয়ে দিয়েছেন। সব কিছু থেকেই শিক্ষা নিয়েছি।”

এরপর নিজের ফেলে আসা খারাপ ফর্ম নিয়েও মুখ খোলেন বিরাট। কোহলি বলেন,” যখন দারুণ ফর্মে ছিলাম, সেই সময়ের ভিডিও গুলো খুঁজে বার করি। দেখেছিলাম সেই একই নড়াচড়া, বলের প্রতি সেই একই দৃষ্টিভঙ্গি, সব ঠিকঠাকই রয়েছে। পরে বুঝলাম আসল সমস্যাটা হচ্ছিল আমার মাথার মধ্যে। সেটা বলে বোঝানো যাবে না। কিন্তু এটা ঠিক হয়ে যেতেই আবার ব্যাটে রান আসতে শুরু করে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস