Friday, December 19, 2025

মাজিয়ার বিরুদ্ধে জয়ই লক্ষ‍্য জুয়ানের

Date:

Share post:

সোমবার গান্ধীজয়ন্তীর দিন যুবভারতীতে ঘরের মাঠে এএফসি কাপের গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। জুয়ান ফেরান্দোর দলের সামনে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। যারা নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসকে হারিয়েছে। মোহনবাগানও গ্রুপে প্রথম ম্যাচে ওড়িশা এফসি-কে চার গোলে হারিয়েছে। গতবার এএফসি কাপে মাজিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল জুয়ান ফেরান্দোর দল। গোল করেছিলেন রয় কৃষ্ণা, লিস্টন কোলাসো, মনবীর সিং। কৃষ্ণা অতীত, লিস্টন-মনবীররা থাকলেও জুয়ানের অস্ত্র বদলেছে। মালদ্বীপের ক্লাবটিও গতবারের থেকে শক্তিশালী। তাই মাজিয়াকে প্রচণ্ড সমীহ করছেন মোহনবাগান কোচ।

ডুরান্ড কাপে ডার্বি হারের পর এখনও পর্যন্ত টানা আটটি ম্যাচ জিতেছে মোহনবাগান। সোমবার টানা নবম জয়ের লক্ষ্যে নামছে তারা। গতবার এএফসি কাপ ফাইনালের মুখ থেকে ফিরে আসার এই মরশুমে সবুজ-মেরুন ব্রিগেডের প্রধান লক্ষ্য, আইএসএলের খেতাব ধরে রাখার পাশাপাশি এএফসি কাপ জয়। তার জন্য ম্যাচ ধরে এগোতে চান জুয়ান। প্রতিপক্ষ মাজিয়া যে এবার উন্নত দল, তা স্বীকার করে নিয়েছেন বাগানের স্প্যানিশ কোচ। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগান কোচ জুয়ান বলেন, “আমরা দারুণ একটা দলের বিরুদ্ধে খেলতে নামছি।প্রতিপক্ষ মাজিয়াকে আমরা শ্রদ্ধা করি। ওরা যেমন আমাদের শক্তি-দুর্বলতা জানে, আমরাও ওদের সম্পর্কে ওয়াকিবহাল। ওরা এবার উন্নত দল। বসুন্ধরা কিংসের মতো দলকে হারিয়ে আসছে। এখন যারা খেলছে মাজিয়া দলে, তারা যথেষ্ট ভাল মানের। আক্রমণাত্মক ফুটবল খেলে। আমাদেরও অস্ত্র আগ্রাসী ফুটবল। গতবার আমরা যে অবস্থায় ছিলাম, তার থেকে এবার আমাদের আরও ভাল দল। আশা করি, আমরা দাপট নিয়েই ভাল ফুটবল খেলব। ম্যাচটাকে আমরা উপভোগ করতে চাই।”

এএফসি কাপে ছয় বিদেশি খেলানো যায়। তাই মোহনবাগান কোচের হাতে বিকল্প অনেক। দিমিত্রি দারুণ ফর্মে, গোলের খিদে রয়েছে জেসন ক‍্যামিন্সের। ম্যাচের আগের দিন যুবভারতীতে অনুশীলনে দেখা গেল, নিজের সেরা অস্ত্রগুলোকে আরও একবার পরখ করে নিলেন জুয়ান। রক্ষণ জমাট রেখে দুই উইং থেকে আক্রমণের মহড়া সারলেন বাগান কোচ।

এদিকে মাজিয়ার বসনিয়ান কোচ মিলোমির সেসলিজা জানিয়ে গেলেন, অ্যাওয়ে ম্যাচ হলেও মোহনবাগানের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলবে দল। যা নিয়ে মোহনবাগান কোচ বললেন, “ম্যাচটা সহজ হবে না। যেহেতু আমরা ঘরের মাঠে খেলব তাই তিন পয়েন্ট পেতেই হবে আমাদের।”

আরও পড়ুন:‘খারাপ লাগে, কষ্ট হয়’, বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে বললেন চ‍্যাহাল

 

 

 

 

 

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...