“অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বাংলার মাটি থেকে হাজার হাজার গরিব খেটে খাওয়া মানুষ আজ দিল্লিতে এসেছেন। আর খেটে খাওয়া মানুষের হকের টাকা আত্মসাৎ করে নিজেদের জন্য অট্টালিকা বানাচ্ছেন দিল্লির বাবুরা। আমরা সেটা হতে দেবো না। হকের দাবি দিল্লির বুকে প্রতিষ্ঠা করতেই আমাদের ধর্ণা”, যন্তরমন্তরে প্রতিবাদ সভা থেকে এমনটাই বললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

এরপরই সুর চড়িয়ে দিল্লি পুলিশকে তোপ দাগেন কাকলি। তাঁর কথায়, “আমরা সোমবার রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর পদতলে বসে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। বাংলার খেটে খাওয়া গরিব মানুষের পক্ষে সওয়াল করতেই আমাদের অবস্থান ছিল। গান্ধীজি এমন আন্দোলন করতে শিখিয়েছেন। কিন্তু দিল্লির বাবুদের তা সহ্য হয়নি। পুলিশ পাঠিয়ে আমাদের সত্যাগ্রহ বানচাল করেছে। মনে রাখবেন, দিল্লি কারও পৈতৃক সম্পত্তি নয়। দিল্লি সকলের। পুরুষ পুলিশ আমাদের নিরীহ মহিলাদের গায়ে হাত দিয়েছে। আমরা ধিক্কার জানাই। পুলিশ দিয়ে আমাদের আটকানো যাবে না। বাংলার গরিব মানুষের হকের টাকা আদায় করেই ছাড়বো।”
