Monday, November 10, 2025

ইউএপিএ ধারায় গ্রে.ফতার নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা সহ দু’জন, বি.রোধিতায় সাংবাদিকমহল

Date:

Share post:

আর্থিক অসংগতির অভিযোগ তুলে অনলাইন মিডিয়া হাউস নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানাল দিল্লি পুলিশ। নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ ও এডিটর-ইন-চিফ অমিত চক্রবর্তীকে ইউএপিএ ধারায় গ্রেফতার করেছে অমিত শাহের পুলিশ। তাঁদের গ্রেফতারির তীব্র বিরোধিতা ও নিন্দা করেছে দেশের বিভিন্ন প্রেস ক্লাব ও সাংবাদিকদের সংগঠন।

মঙ্গলবার দিল্লিতে আচমকাই কিছু পরিচিত সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালায় দিল্লি পুলিশ। তাঁরা প্রত্যেকেই ‘নিউজক্লিক’ নামে এক সংবাদ সংস্থার আধিকারিক ও সাংবাদিক। সূত্রের খবর, সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে ইউএপিএ আইনের আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে বিভিন্ন দলে ভাগ হয়ে প্রায় ১২ জনের বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশের বিশেষ টিম। প্রায় ৪৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। এমনকী এই সূত্রে এক সাংবাদিকের খোঁজ পেতে দিল্লিতে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বাড়িতেও তল্লাশি চলে। এদিনের তল্লাশিতে সাংবাদিকদের ল্যাপটপ ও ফোন বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ। গ্রেফতার দুই। কয়েকজনকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

নিউজক্লিকের আর্থিক অনুদান নিয়ে তদন্ত শুরু করেছে ইডি। চিন থেকে বেআইনি বিদেশি টাকা এই সংস্থায় আসে বলে অভিযোগ। ওয়েবসাইটের বেশ কিছু সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়। উল্লেখ্য, নেভিল রয় সিংহম নামের এক মার্কিন শিল্পপতির মাধ্যমেই দক্ষিণ আফ্রিকা, ভারত এবং আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশে সরকার বিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর কাজ করা হয় বলে অভিযোগ কেন্দ্রের। দিল্লিতে নিউজক্লিক নামের নিউজ ওয়েবসাইট নেভিলের চিনা প্রচারের বিশাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। নিউজক্লিকে সিংহমের নেটওয়ার্কের মাধ্যমে টাকা জোগান দেওয়ার অভিযোগ আনা হয়। সেই অভিযোগেই এবার গ্রেফতার, তল্লাশি ও ইউএপিএ আইনে মামলা।

আরও পড়ুন- দিল্লিতে পুলিশি হেন.স্থার প্র.তিবাদ, বৃহস্পতিবার ‘রাজভবন চলো’র ডাক অভিষেকের

spot_img

Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...