Friday, January 9, 2026

ইউএপিএ ধারায় গ্রে.ফতার নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা সহ দু’জন, বি.রোধিতায় সাংবাদিকমহল

Date:

Share post:

আর্থিক অসংগতির অভিযোগ তুলে অনলাইন মিডিয়া হাউস নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানাল দিল্লি পুলিশ। নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ ও এডিটর-ইন-চিফ অমিত চক্রবর্তীকে ইউএপিএ ধারায় গ্রেফতার করেছে অমিত শাহের পুলিশ। তাঁদের গ্রেফতারির তীব্র বিরোধিতা ও নিন্দা করেছে দেশের বিভিন্ন প্রেস ক্লাব ও সাংবাদিকদের সংগঠন।

মঙ্গলবার দিল্লিতে আচমকাই কিছু পরিচিত সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালায় দিল্লি পুলিশ। তাঁরা প্রত্যেকেই ‘নিউজক্লিক’ নামে এক সংবাদ সংস্থার আধিকারিক ও সাংবাদিক। সূত্রের খবর, সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে ইউএপিএ আইনের আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে বিভিন্ন দলে ভাগ হয়ে প্রায় ১২ জনের বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশের বিশেষ টিম। প্রায় ৪৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। এমনকী এই সূত্রে এক সাংবাদিকের খোঁজ পেতে দিল্লিতে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বাড়িতেও তল্লাশি চলে। এদিনের তল্লাশিতে সাংবাদিকদের ল্যাপটপ ও ফোন বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ। গ্রেফতার দুই। কয়েকজনকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

নিউজক্লিকের আর্থিক অনুদান নিয়ে তদন্ত শুরু করেছে ইডি। চিন থেকে বেআইনি বিদেশি টাকা এই সংস্থায় আসে বলে অভিযোগ। ওয়েবসাইটের বেশ কিছু সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়। উল্লেখ্য, নেভিল রয় সিংহম নামের এক মার্কিন শিল্পপতির মাধ্যমেই দক্ষিণ আফ্রিকা, ভারত এবং আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশে সরকার বিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর কাজ করা হয় বলে অভিযোগ কেন্দ্রের। দিল্লিতে নিউজক্লিক নামের নিউজ ওয়েবসাইট নেভিলের চিনা প্রচারের বিশাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। নিউজক্লিকে সিংহমের নেটওয়ার্কের মাধ্যমে টাকা জোগান দেওয়ার অভিযোগ আনা হয়। সেই অভিযোগেই এবার গ্রেফতার, তল্লাশি ও ইউএপিএ আইনে মামলা।

আরও পড়ুন- দিল্লিতে পুলিশি হেন.স্থার প্র.তিবাদ, বৃহস্পতিবার ‘রাজভবন চলো’র ডাক অভিষেকের

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...