যোগীরাজ্যে শাসকদলের ‘গু.ন্ডামি’: তোলা না পেয়ে রাস্তা খুঁড়.লেন বিধায়কের সঙ্গী

ফের প্রকাশ্যে যোগীরাজ্যের অরাজকতা। ঠিকাদারের কাছে তোলা না পেয়ে রাস্তা খুঁড়ে দিলেন বিজেপি (BJP) বিধায়কের সঙ্গী। অভিযোগ, উত্তরপ্রদেশের শাহজাহানপুরে তোলা না মেলায় ৭ কিলোমিটার অংশ রাস্তা খুঁড়ে দেন বিধায়ক ঘনিষ্ঠ।

নির্মাণ সংস্থার ম্যানেজার রমেশ সিং ১৫-২০ জনের বিরুদ্ধে একটি FIR করেছেন। অভিযুক্তদের মধ্যে একজন জগবীর সিং। জগবীর নিজেকে কাটরার বিজেপির (BJP) বিধায়ক বীর বিক্রম সিংয়ের ঘনিষ্ঠ বলেই দাবি করেছিলেন। ঠিকাদারের অভিযোগ, নির্মাণ সংস্থার কর্মীদের ভয় দেখিয়েছিলেন এবং ৫ শতাংশ কমিশনের দাবি করেছিল জগবীর।

জগবীর সিং ও তার দলবল নির্মাণ শ্রমিকদের মারধর করে যন্ত্রপাতিতে আগুনও লাগিয়ে দেন বলে অভিযোগ। শকুন্তলা সিং নামে ওই ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।