Wednesday, December 3, 2025

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রায় ফাঁকা স্টেডিয়াম, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

আজ আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হয়ে গেল ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপ। প্রথম ম‍্যাচে ইংল‍্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় পায় নিউজিল্যান্ড। এদিন বিশ্বচ্যাম্পিয়নের হাতেই বোধন হয় বিশ্বকাপের। ২০১১ সালের ২ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাপ মুঠোয় নিয়েছিলেন। ১২ বছর পর ভারতের মাটিতে আয়োজিত আরও একটি একদিনের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের যাবতীয় আলো কেড়ে নেন সেই সচিন তেন্ডুলকর।

দিন তিনেক আগেই সচিনকে এবারের বিশ্বকাপের গ্লোবাল অ্যাম্বাসাডর ঘোষণা করেছিল আইসিসি। বৃহস্পতিবার মোতেরায় ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের আগে বিশ্বকাপ ট্রফি হাতে মাঠে পা রাখেন সচিন। তারপর সেই ট্রফি রাখেন পোডিয়ামে। তাঁর পাশে তখন দাঁড়িয়ে জাতীয় দলের প্রাক্তন সতীর্থ জাভাগল শ্রীনাথ। যিনি বর্তমানে আইসিসির ম্যাচ রেফারি। পুরনো সতীর্থকে কাছে পেয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন সচিন। পাল্টা মাস্টার ব্লাস্টারকে জড়িয়ে ধরেন শ্রীনাথও।

এদিকে, বিশ্বকাপের টিকিট নিয়ে গত কয়েকদিন ধরেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু এদিন মোতেরায় দেখা দেল সম্পূর্ণ উল্টো ছবি। ১ লক্ষ ৩০ হাজারের স্টেডিয়ামে খুব বেশি হলে উপস্থিত ছিলেন মাত্র হাজার বিশেক দর্শক! এর আগে কোনও ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এত কম দর্শক ছিলেন কিনা, তা নিয়ে নেটিজেনদের মধ্যে রীতিমতো গবেষণা শুরু হয়ে গিয়েছে। এত বড় স্টেডিয়ামে এত কম দর্শক! আক্ষরিক অর্থেই ফাঁকা দেখাচ্ছিল মোতেরাকে। সন্ধ‍ের পর অবশ্য দর্শক সংখ্যা কিছুটা বাড়ে। বিশ্বকাপের জন্য নতুন করে সাজানো হয়েছে মোতেরাকে। বিশ্বকাপের উদ্বোধনী এবং ফাইনাল ছাড়াও ভারত-পাকিস্তান ম্যাচের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পেয়েছে এই মাঠ।কিন্তু ফাইনাল বা ভারত-পাক ম্যাচের টিকিট নিয়ে যে হাহাকার, তার ছিটেফোঁটাও এদিনের ম্যাচে দেখা যায়নি! যা নিয়ে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন:একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম‍্যাচে দুরন্ত জয় নিউজিল্যান্ডের, ইংল‍্যান্ডকে হারাল ৯ উইকেটে

spot_img

Related articles

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...