Sunday, November 16, 2025

কতদিন জনগণের কাছ থেকে পালাবে? ধর্নামঞ্চ থেকেই পোস্টে তো.প অভিষেকের

Date:

Share post:

বাংলার বঞ্চিত মানুষের দাবি আদায় বৃহস্পতিবার সারারাত রাজভবনের বাইরে ধর্নামঞ্চে কাটাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সন্ধেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) দেখা না করা পর্যন্ত ধর্নামঞ্চ ছাড়বেন না। এরপর মঞ্চে বসেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রকে তুলোধনা করেন অভিষেক।

বাংলার গরিব মানুষকে ১০০দিনের কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র। এর প্রতিবাদে দিল্লিতে দুদিনে ধর্না কর্মসূচি পালন করেন অভিষেকরা। বুধবার কলকাতায় ফিরে অভিষেকের নেতৃত্বে এদিন মিছিল করে রাজভবনে গেটের সামনে তৃণমূলের নেতাকর্মীরা। সেখানেই তো ধর্নামঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিল্লিতে আমাদের ধমকানো-চমকানো হয়েছে। কিন্তু আমাদের দমানো যায়নি। আমরা সৌজন্য দেখিয়েছি, কিন্তু রাজ্যপালের এই জমিদারি প্রথার বিরুদ্ধে। দিল্লিতে যা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতা, এর জবাব দেবে মানুষ। গায়ের জোরে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে। ২০ লক্ষ মানুষ, যাদের দিয়ে কাজ করানো হয়েছে, তাদের প্রাপ্য আটকে। রাজ্যপালের সঙ্গে দেখা হলে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার অনুরোধ করব। কেন বাংলার টাকা আটকে রাখা হয়েছে, তা জানতে চাওয়ার অনুরোধ করব।“ এরপরেই অভিষেক (Abhishek Bandyopadhyay) ঘোষণা করেন রাজ্যপাল না আসা পর্যন্ত তিনি ধর্নামঞ্চেই থাকবেন। সেখান থেকেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অভিষেক। লেখেন,
“দিল্লিতে আওয়াজ তোলার পর আমরা বিজেপির জমিদারদের কাছে বিচার চাই!
গণতন্ত্রের স্বঘোষিত রক্ষকদের জনগণকে জবাব দিতে আর কতদিন লাগবে?
আর কতদিন জনগণের কাছ থেকে পালাবে?
সময় এগোচ্ছে, অপেক্ষায় বাংলা”

এদিন রাতে ধর্নামঞ্চের কাছে যান অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সঙ্গে ধর্নায় সামিল তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব।

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...