Wednesday, August 20, 2025

টানা সাড়ে ১৯ ঘণ্টা চলল তল্লাশি!মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে কী তথ্য পেল ইডি?

Date:

Share post:

রাজভবন অভিযানের দিনই বৃহস্পতিবার প্রায় কাকভোরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উত্তর ২৪ পরগনার মাইকেলনগরের বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। বাজেয়াপ্ত করা হয় তাঁর ফোনটিকেও। প্রায় সাড়ে ১৯ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালায় ইডি। জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রীকেও। মাঝে ইডি আধিকারিকরা সাংবাদিকদের জানান, মন্ত্রী তদন্তে সহযোগিতা করছেন। কোনও প্রমাণ জোগাড় করতে না পেরে খালি হাতেই ফিরতে হয় ইডিকে।এমনকি তল্লাশি শেষে মধ্যরাতে ইডি আধিকারিকদের রথীন ঘোষের বাড়ি থেকে অসুবিধা হচ্ছে দেখে নিজে দাঁড়িয়ে তাঁদের বাইরে বেরোতে সহযোগিতা করেন মন্ত্রী।

আরও পড়ুনঃ রাজভবন অভিযানের দিন কাকভোরে মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি
বৃহস্পতিবার রাত পৌনে ২টোয় ইডির দল তাঁর বাড়ি থেকে বেরিয়ে যেতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন বলেন, “ইডি আধিকারিকেরা আমার সঙ্গে কোনও খারাপ ব্যবহার করেননি। তবে পুরসভায় নিয়োগ নিয়ে তাঁদের ধারণায় অনেক গন্ডগোল আছে।আমি এই বিষয়ে একটি বই দিয়ে ওদের সাহায্য করেছি।” তিনি আরও বলেন, “সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই তল্লাশি। আমাকে হেনস্থা করতেই বাড়িতে এসেছিলেন ইডি আধিকারিকেরা।” নিয়োগ সংক্রান্ত কোনও নথি তাঁর বাড়ি থেকে পাওয়া যায়নি বলেও দাবি করেছেন খাদ্যমন্ত্রী।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেআইনি ভাবে পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তেই এই হানা। পাঁচটি গাড়িতে রথীনের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকেরা। দীর্ঘ দিন ধরে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। সেই সূত্র ধরেই টানা সাড়ে ১৯ ঘণ্টা ধরে মন্ত্রীর বাড়িতে চলে তল্লাশি।

spot_img

Related articles

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...