মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতিতে (Mahadev Betting App Scam) একের পর এক বলিউড তারকার নাম জড়াচ্ছে। সানি লিওনি, রণবীর কাপুরের পর এবার নাম জড়ালো বি টাউনের এই মুহূর্তের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor)। কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার তরফে বলা হয়েছে আজকেই ইডি (ED) দফতরে হাজিরা দিতে হবে নায়িকাকে। গতকাল কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খানকে সমন পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

মহাদেব বেটিং অ্যাপের তদন্তে ইডির স্ক্যানারে প্রায় ১০০ জন রয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন বলিউড অভিনেতাও রয়েছেন বলে আগেই শোনা গেছিল। বেটিং অ্যাপ ও দুর্নীতির ‘মাথা’ সৌরভ চন্দ্রশেখরের বিলাসবহুল বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের নামজাদা তারকারা। এবার একে একে তাঁদের ডাক পড়তে শুরু করেছে। দুদিন আগেই নোটিশ পাঠানো হয় ঋষিপুত্র রণবীর কাপুরকে। যদিও আজকে তিনি হাজিরা দিচ্ছেন না বলে, আগেই জানিয়েছেন। কিন্তু শক্তি কাপুরের কন্যা কী করবেন তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।
