পাহাড়ের পরিস্থিতি উদ্বে.গজনক, মন্ত্রী অরূপ বিশ্বাসকে কালিম্পঙে পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী

কালিম্পঙে হড়পা বানে বিধ্ব.স্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে গোটা বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন।

প্রাকৃতিক দুর্যোগে জেরে উত্তরবঙ্গ (North Bengal) নিয়ে চিন্তা বাড়ছে। ইতিমধ্যেই বাংলার সরকারের তরফে (Government of West Bengal) মন্ত্রী সহ একাধিক প্রতিনিধিরা দার্জিলিং শিলিগুড়ি এবং কালিম্পঙে পৌঁছে গেছেন। জোর কদমে চলছে উদ্ধার কাজ। আটকে পড়া পর্যটকদের যাতে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনা যায় সেইদিকে সজাগ দৃষ্টি রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী (CM)। এই পরিস্থিতিতে মন্ত্রী অরূপ বিশ্বাসকে কালিম্পঙে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিদ্যুৎমন্ত্রী আজই সেখানে যাচ্ছেন বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

তিস্তার জলস্তর বৃদ্ধি পাওয়ায় বিপর্যস্ত উত্তরবঙ্গ।পাহাড়ের এই দুর্যোগের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শুক্রবারই নবান্নে আসেন জিটিএ প্রধান অনিত থাপা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকও করেন তিনি। তিস্তার হড়পা বানের ক্ষয়ক্ষতি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। এরপরই মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাহাড়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কালিম্পঙে হড়পা বানে বিধ্বস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে গোটা বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন। ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকারের তরফ থেকে একাধিক স্পেশাল টিম এই মুহূর্তে উত্তরবঙ্গে কাজ করে চলেছে।