Tuesday, August 26, 2025

যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষাকে পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

Date:

Share post:

যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষাকে পুনর্বহালের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশে তালা ঝোলানো হয়েছিল যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষের ঘরে। এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে তালা খোলা হবে সেই ঘরের।এমনকী, ওই ল কলেজের অধ্যক্ষ পদে বহাল থাকছেন সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা।আসলে তাঁকে এত দ্রুত সরিয়ে দেওয়া কোনও কারণ খুঁজে পায়নি ডিভিশন বেঞ্চ। তবে তাঁর যোগ্যতা কী, সেই হলফনামা জমা দিতে হবে সিঙ্গল বেঞ্চেই। সে ক্ষেত্রে বহাল থাকছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ।

দিন কয়েক আগেই অধ্যক্ষার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করেছিল কলেজেরই এক ছাত্র।যোগ্যতা না থাকা সত্ত্বেও অধ্যক্ষ হয়েছেন বলে অভিযোগ উঠেছিল সুনন্দা গোয়েঙ্কার নামে। ওই মামলায় একই অভিযোগ ছিল ওই ল কলেজের প্রাক্তন অধ্যক্ষ মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। শুনানির পর বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, মানিক ভট্টাচার্য অধ্যক্ষ হিসেবে যে বেতন পেয়েছিলেন, তা ফেরত দিতে হবে। সেই সঙ্গে রাতারাতি বর্তমান অধ্যক্ষ সুনন্দা গোয়েঙ্কাকে সরিয়ে দিতে হবে।অবশ্য তিনি তাঁর যোগ্যতা প্রমাণ করতে পারলে ফের বহাল হবেন বলে জানিয়েছিল আদালত। হাইকোর্টের নির্দেশ মেনে ওই দিন রাতেই কলেজের অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। আর এক অধ্যাপক অচিনা কুণ্ডুকেও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। পরে সুনন্দা গোয়েঙ্কা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন।

সেই মামলার শুনানিতে বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, সুনন্দা গোয়েঙ্কা ও অচিনা কুণ্ডুকে আগামিকাল, বৃহস্পতিবার কলেজে উপস্থিত থাকতে হবে। সকাল ১০ টায় অধ্যক্ষের ঘরের তালা খুলে তাদের প্রবেশ করতে সাহায্য করবেন আদালত নিযুক্ত স্পেশাল অফিসার অর্ক নাগ। ওই সময় উপস্থিত থাকবেন চারু মার্কেট থানার অফিসাররা। কোনওভাবেই যাতে বাধা না দেওয়া হয়, সেই নির্দেশই দেওয়া হয়েছে। আগামী শুক্রবার স্পেশাল অফিসার রিপোর্ট দিয়ে জানাবেন নির্দেশ পালন হয়েছে কি না।

শুধুমাত্র তাই নয়, অধ্যক্ষ অপসারিত হয়েছেন, অথচ তাঁকে কেন কোনও নোটিশ দেওয়া হল না, তা নিয়েও প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ। তবে মূল মামলা শুনবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

 

 

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...