Sunday, August 24, 2025

মহালয়াতেই সূর্যগ্রহণ: দেশে দেখা যাবে কি?

Date:

Share post:

পিতৃপক্ষের অবসান। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ। তবে, এবছর মহালয়ায় হচ্ছে এক বিরল মহাজাতিক ঘটনা। ১৪ অক্টোবর সূর্য গ্রহণ (Solar Eclipse)। দেখা যাবে ‘রিং অফ ফায়ার’। আমেরিকার বেশিরভাগ অংশে এই দৃশ্য দেখা যাবে। ২০১২ সালের পর এই প্রথম এমন দৃশ্যের সাক্ষী হতে চলেছে মার্কিন মুলুক।

শনিবার চাঁদ সূর্যের সামনে অবস্থান করবে, যার কারণে এর বেশিরভাগ অংশই ঢাকা পড়ে যাবে। তবে এর ফলে দুর্দান্ত একটি বৃত্তাকার বলয় দেখা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং দক্ষিণ ও মধ্য আমেরিকার বেশ কিছু দেশের মানুষ পশ্চিম গোলার্ধে এই বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে। ওরেগন উপকূল থেকে টেক্সাস উপসাগরীয় উপকূলের মধ্যবর্তী অংশে এই আংশিক সূর্য গ্রহণ দেখা যাবে।

কীভাবে হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ?

চাঁদ যখন পৃথিবী আর সূর্যর মাঝখানে চলে যায় তখন হয় বলয়গ্রাস। এই কারণে চাঁদ সূর্যকে পুরোপুরি ভাবে ঢেকে দিতে পারে না। সূর্যের আলোর একটি সরু বৃত্ত অংশ দৃশ্যমান হয়। সেটি অনেকটা ‘রিং অফ ফায়ার’ বা ‘আগুনের বলয়’-এর মতো দেখায়।

এই সূর্যগ্রহণ কি ভারতে দেখা যাবে?

NASA সূত্রে খবর, চলতি বছর ভারতে আংশিক সূর্যগ্রহণ (Solar Eclipse) দেখা যাবে না। আবহাওয়া অনুকূল থাকলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে নিউ মেক্সিকো, নেভাদা, ওরেগন, উটাহ, অ্যারিজোনা, আইডাহো, কলোরাডো এবং টেক্সাসে। ক্যালিফোর্নিয়ার কিছু অংশ থেকেও দৃশ্যমান হবে। এরপরে এটি মেক্সিকো এবং মধ্য ও পরে দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে যাবে। সূর্যাস্তের সময় আটলান্টিক মহাসাগরে আংশিক সূর্যগ্রহণ শেষ হবে। সব জায়গায় আংশিক সূর্যগ্রহণের স্থায়ীত্ব গড় সময় চার থেকে পাঁচ মিনিট।

আরও পড়ুন: মিলল ছুটি, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে বুধবারই আহমেদাবাদ রওনা হচ্ছেন শুভমন

আংশিক সূর্যগ্রহণের সময় চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে রাখে না। তাই সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষ সুরক্ষা চশমা ছাড়া সরাসরি তাকানো কখনওই নিরাপদ নয়। নাসার NASA মতে, ক্যামেরা, টেলিস্কোপ, বাইনোকুলার বা অন্য কোনও অপটিক্যাল যন্ত্র দিয়েও সূর্যের দিকে তাকানো ঠিক নয়। কারণ সূর্যগ্রহণ এই সব যন্ত্রের ফিল্টার নষ্ট করে। একই সঙ্গে চোখেরও ক্ষতি হয়। সেক্ষেত্রে পিনহোল প্রজেক্টর ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...