Thursday, November 13, 2025

ফের অশান্তির আশঙ্কা, মণিপুরে বাড়ল ইন্টারনেট পরিষেবা বন্ধের মেয়াদ

Date:

Share post:

৬ মাস পেরিয়ে গেলেও মণিপুরের(Manipur) হিংসাত্মক পরিস্থিতি এখনও লাগামছাড়া। হিংসার ভয়াবহ ভিডিও ছড়িয়ে পড়া আটকাতে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের দাবি বিতর্কিত ভিডিওগুলিই নতুন করে হিংসা ছড়াচ্ছে সেখানে। এই পরিস্থিতিতে মণিপুরে ফের বাড়ানো হল ইন্টারনেট পরিষেবা(Internet Service) বন্ধের মেয়াদ।

সোমবার এই বিষয় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মণিপুর সরকারের পক্ষ থেকে। যেখানে উল্লেখ করা হয়েছে, মণিপুর পুলিশের ডিজিপি বিভিন্ন হিংসার ঘটনা, নির্বাচিত জনপ্রতিনিধিদের বাড়িতে হামলা, নিরাপত্তাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে সংঘর্ষ, থানা ঘেরাও এইরকম একাধিক বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ফলে নতুন কোনও সংঘর্ষ বা মৃত্যুর ঘটনা যাতে না ঘটে সেই কারণে ইন্টারনেট পরিষেবা বন্ধের সময়সীমা বাড়িয়ে ২১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ইন্টারনেট পরিষেবা শান্তিপূর্ণ সহাবস্থান ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ব্যঘাত ঘটাতে পারে। মোবাইলের মেসেজ পরিষেবা, সোশাল মিডিয়া, ডঙ্গল পরিষেবার মাধ্যমে ভুয়ো খবর ছড়ানোর সম্ভাবনা রয়েছে। যার ফলে সংঘর্ষ, প্রাণহানি, সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।’

উল্লেখ্য, মণিপুরে মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নিন্দায় সরব হয়েছিল গোটা দেশ। এর পর থেকে মনিপুরে বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবা। তবে গত সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ মণিপুরে ইন্টারনেট পরিষেবা সচল করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং(N Biren Singh)। তার কয়েকদিন পরেই দুই পড়ুয়াকে অপহরণ করে খুনের ঘটনা ঘটে। যার একটি ভিডিও ভাইরাল হয়। ফের উত্তপ্ত হয়ে ওঠে উত্তর-পূর্বের রাজ্যটি। এরপর অক্টোবরে আরও এক বিতর্কিত ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা নতুন করে হিংসার জন্ম দেয় মণিপুরে। এই পরিস্থিতি সামাল দিতে সোমবার ইন্টারনেট পরিষেবা বন্ধের মেয়াদ নতুন করে বাড়ানো হল মণিপুরে।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...