Wednesday, August 20, 2025

“মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চাই, কিন্তু…” পাইলটকে ইঙ্গিত গেহলটের

Date:

Share post:

“মুখ্যমন্ত্রী পদ আমি ছাড়তে চাই, কিন্তু এই পদ আমাকে ছাড়বে পারবে না,” নির্বাচনমুখী রাজস্থানে(Rajsthan) এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট(Ashok Ghehlot)। তাঁর এহেন বার্তায় স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন রাজস্থানে যদি কংগ্রেস(Congress) জেতে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হবেন তিনিই। গেহলটের এই বার্তা রাজস্থানে তাঁর প্রতিদ্বন্দ্বী সচিন পাইলটকে উদ্দেশ্য করেই মনে করছে রাজনৈতিক মহল।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের মোদির সরকারের তরফে এজেন্সির অপব্যবহার নিয়ে একের পর এক আক্রমণ শানান অশোক গেহলট। এরপর রাজ্য নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন উঠলে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বিধানসভায় জয়ী হওয়ার পর ফের রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে বসবেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা তাঁর প্রতি ভরসা রাখেন। তিনি বলেন, “আমায় প্রথম বার মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নিয়েছিলেন সোনিয়া গান্ধী। উনি সভাপতি পদে বসার পর প্রথম আমায় মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেন। আমি সেবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলাম না। কিন্তু প্রদেশ সভাপতি হিসেবে আমার কাজ দেখে এই সিদ্ধান্ত নেন তিনি। একাধিকবার প্রচুর প্রচার করার পরও হেরেছি। কিন্তু উনি কখন আমার উপর আস্থা হারাননি।” এর পর এক মহিলার উদাহরণ তুলে গেহলট বলেন, “এক প্রবীণ মহিলা আমায় বলেছিলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি যেন চতুর্থবার মুখ্যমন্ত্রী হোন। আমি বললাম মাতাজি শুনুন, আমি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চাই, কিন্তু এই পদ আমায় ছাড়ছে না। হয়ত ছাড়বেও না।”

গেহলটের এহেন মন্তব্য সরাসরি রাজস্থানে তাঁর প্রতিদ্বন্দ্বী সচিন পাইলটকে উদ্দেশ্য করেই বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, শেষ নির্বাচনে এই মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার ছিলেন সচিন পাইলট। যদিও শেষ পর্যন্ত হাইকমান্ডের নির্দেশে মুখ্যমন্ত্রী পদে বসেন গেহলট। এরপর থেকেই রাজস্থান কংগ্রেসে রীতিমতো সংঘাত তৈরি হয় গেহলট ও পাইলটের মধ্যে। শেষ পর্যন্ত শীর্ষ নেতৃত্বের মধ্যস্ততায় নির্বাচনের আগে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও মুখ্যমন্ত্রী পদ নিয়ে সচিনের আশায় আগেই জল ঢেলে দিলেন গেহলট।

spot_img

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...