Sunday, May 4, 2025

লড়াইয়ের শেষ দেখে ছাড়ব: বকেয়া আদায়ে ৩০ জুন অবধি সময় চাইলেন অভিষেক

Date:

Share post:

১০০ দিনের কাজের টাকা আদায়ে পুজোর পর বড় পরিসরে আন্দোলনে নামার হুঁশিয়ারি আগেই দিয়েছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। এবার এই লড়াইয়ে মানুষের কাছে ৬ মাসের সময় চেয়ে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্টভাষায় জানিয়ে দিলেন, এই লড়াইয়ের শেষ দেখে ছাড়ব। হয় কেন্দ্রের থেকে টাকা আদায় করে আনব, নাহলে রাজ্যসরকার আপনাদের প্রাপ্য বকেয়া টাকা দেবে।

বৃহস্পতিবার সাতগাছিয়া ও বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বস্ত্রবিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভিষেক জানান, “বকেয়া আদায়ের লড়াইয়ে ৩১ অক্টোবর পর্যন্ত আমরা রাজ্যপালকে সময় দিয়েছি। যদি কোনও সুদুত্তর আমরা না পাই সেক্ষেত্রে ১ তারিখ থেকে বড় আন্দোলনে নামছি আমরা। আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। আপনারা দেখেছেন কীভাবে এজেন্সি দিয়ে বার বার ওরা আমায় আক্রমণ করেছে। কিন্তু মাথা নত করিনি আমি। আপনারা আড়াই বছর অপেক্ষা করেছেন, আমায় আর ৬ মাস দিন। এখন উৎসব মরশুম চলছে। ফলে ৬ মাস সময় দিন ৩০ জুন অবধি। হয় টাকা কেন্দ্রের থেকে লড়াই করে আদায় করব, অন্যথায় বাংলার সরকারের থেকে এই টাকা আপনাদের দেওয়া হবে। যদি মমতা ৩৭ হাজার কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার দেয়, তবে ২১ লক্ষ ৭৫ হাজার জব কার্ড হোল্ডারকে তাঁদের প্রাপ্য ৮ হাজার কোটি টাকা দেবে বাংলার সরকার। কিন্তু এই লড়াইয়ের শেষ দেখে ছাড়ব আমি। ওরা বাড়ির টাকা বন্ধ করে রেখেছে। কেন্দ্রকে ১১.৩৬ লক্ষ প্রাপকের তালিকা পাঠানো হয়েছিল। বলেছিল ১ মাসের মধ্যে টাকা ছেড়ে দেব। আজও বাঙালি সেই টাকা পায়নি।” এছাড়াও রাজনৈতিক স্বার্থে এজেন্সির ব্যবহারের প্রসঙ্গে তোপ দেগে অভিষেক বলেন, “২-৩ জন বাঙালিকে নিয়ে ভাবছে ইডি-সিবিআই দিয়ে টাইট করব। কিন্তু ওরা জানে না যত ইডি সিবিআই লাগাবে তত আমরা শক্তিশালী হব। বিশুদ্ধ লোহাকে যত পোড়াবেন, তত শক্তিশালী হবে। আমরা মানুষের দাবি নিয়ে রাস্তায় নেমেছি।”

এর পাশাপাশি একদা জ্যোতি বসুর কেন্দ্র সাতগাছিয়া প্রসঙ্গে অভিষেক আরও বলেন, “এই কেন্দ্রে জিতে জ্যোতি বসু জিতে ২৬ বছর মুখ্যমন্ত্রী হয়েছেন। কী করেছেন সাতগাছিয়ার জন্য? ৪০ বছর এই লোকসভা কেন্দ্রে সিপিএম ছিল। কী করেছে? আমরা আসার পর বাড়ি বাড়ি পানীয় জল পাঠানোর জন্য ১৫০০ কোটি টাকা খরচে জল প্রকল্প শুরু হয়েছে। এই এলাকার রাস্তাঘাতের কী অবস্থা ছিল আমি এসে দেখেছি। আমি আসার পর ৯ বছরে ৬০০ কোটি টাকার বেশি রাস্তা করেছি সাতগাছিয়া বিধানসভায়। আমার সাংসদ তহবিলের টাকা আমি প্রতিবছর হিসেব দিয়েছি এখানে। লকডাউনের সময়ে বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়ে এসেছি। পরে ২১ টা কমিউনিটি কিচেন করেছি এখানকার ৩ লক্ষ মানুষের মুখে খাবার তুলে দিয়েছি। ২৬ কোটি টাকা দিয়ে অডিটরিয়াম করেছি। শীঘ্রই তা উদ্বোধন হবে। হাসপাতালে ২ কোটি টাকা দিয়ে পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। যেখানে আমি সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা দিয়েছি। আমতলা গ্রামীণ হাসপাতাল, বাইপাস রাস্তার কাজ চলছে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এক একটা বিধানসভা যা কাজ হয়েছে ভারতবর্ষে দেখাতে পারবেন না।” এরসঙ্গেই অভিষেক যোগ করেন, “আপনার যা লাগবে বলবেন। আর আমার যা লাগবে আমি আপনাদের থেকে চেয়ে নেব। নিজের অধিকারকে সামনে রেখে লড়াইয়ে নামতে হবে। যে আপনার পাশে আছে, তাঁর পাশে থাকতে হবে। ভোট পাখিদের পাশে নয়। যে কটা আবর্জনা আছে ঝাঁটিয়ে বিদায় করতে হবে।”

spot_img
spot_img

Related articles

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...