Saturday, January 10, 2026

সন্ধিপুজো থেকে ধুনুচি নাচ, প্রবাসের দুর্গাপুজোতে দেশের পরশ

Date:

Share post:

ঢাকে কাঠি পড়তেই বঙ্গে শুরু হয়ে গিয়েছে পুজো পুজো গন্ধ। প্যান্ডালে প্যান্ডলে লাইটিং আর নতুন জামা পরে মানুষের ঢল। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের দিনগুলোতে এমনভাবেই মেতে ওঠে বঙ্গবাসী। উৎসবমুখর দিনগুলোতে কী করেন প্রবাসী বাঙালিরা?

দুর্গাপুজোর কটা দিন পৃথিবীর প্রতি প্রান্তের বাঙালিরা মাতৃ আরাধনায় মেতে ওঠেন। কানাডার টরেন্টোর বাঙালিরাও তার ব্যতিক্রম নয়।টরেন্টোতে বাঙালি নেহাত কম নয়। তবে কলকাতার মতো পুজো না হলেও এখানে বেশ কয়েকটি জায়গায় বাঙালিরা সকলে মিলে মাতৃ বন্দনায় সামিল হন। ঠাকুর দেখতে ভিড় জমান বাঙালি-অবাঙালি সকলেই।

আশ্বিনের শিউলির সুবাস মেখে দেবী দুর্গার বোধন এখানে। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মায়ের বোধনের ঠিকানা সুদূর টরেন্টো শহরের স্কারব্রোর দুর্গাবাড়ির পুজো। পঞ্জিকা মতে চিরাচরিত প্রথা মেনে এখানে প্রতিবছর পুজো করেন প্রবাসী বাঙালিরা।সন্ধি পুজো, অঞ্জলি থেকে শুরু করে কুমারি পুজো এবং সবশেষে সিঁদুর খেলাতেও মেতে ওঠেন প্রবাসী বাঙালিরা। এমনকী ঠাকুর দেখতে আসা সকলের জন্যই থাকে প্রসাদের আয়োজন।

তবে শুধুমাত্র ঘট বিসর্জন করেন উদ্যোক্তারা। কারণ, টরেন্টো দুর্গাবাড়ির ঠাকুর পাথরের তৈরি। তাই ২০০৮ সাল থেকেই সেই মূর্তিতে রঙ করে পুজো করেন উদ্যোক্তারা। শুধুমাত্র বদলে যায় ঠাকুরের সাজসজ্জা।
দুর্গাবাড়ি ছাড়াও চন্ডীপাঠ, সন্ধিপুজো, ১০৮ প্রদীপ ও ১০৮ পদ্ম সকল নিয়ম নিষ্ঠা মেনে পুজো হয় কানাডার হিন্দু কালচারাল সোসাইটিতে।এখানের বড় চমক হলো প্রতিমা। পাশাপাশি সন্ধিপুজো এবং ঢাকের তালে মেয়েদের ধুনুচি নাচও তাক লাগানোর মতো।

সবথেকে আকর্ষণীয় বিষয় হলো প্রথা মেনে প্রতিটি পুজো করা ছাড়াও প্রবাসী বাঙালিদের সকলকে বাঙলা ভাষা শেখা ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুজো উদ্যোক্তারা। তাই পুজোর কটাদিন ছাড়াও সবরকম অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন উদ্যোক্তারা।

পুজোর কটা দিন কাঁসর, ঘন্টা, ঢাকের আওয়াজে মাতোয়ারা হয়ে ওঠেন কানাডায় বসবাসকারী সকল ভারতীয়রা । উদ্যোক্তারাও পুজোর আয়োজনে কোনও ত্রুটি রাখেন না। শুধুমাত্র খিঁচুড়ি ভোগই নয়, অষ্টমী ও নবমীর দিন প্রসাদে একাধিক আইটেমের বন্দোবস্ত করা হয়। দশমীতে হয় সিঁদুর খেলাও। পুজো দেখতে ভিড় জমান প্রায় আট থেকে দশ হাজার কানাডাবাসীও। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবে গা ভাসান ছোট থেকে বড় সকলেই।

 

 

 

 

spot_img

Related articles

ব্যতিক্রমী কনটেন্টে ৭ নতুন ওয়েব সিরিজ প্ল্যাটফর্ম আটে

নতুন বছর পড়তে না পড়তেই বিনোদন জগৎ ঘিরে উন্মাদনা বাড়ছে। একদিকে বড় পর্দায় একাধিক বিগ বাজেট সিনেমার ঘোষণা...

বকেয়া টাকা নিয়ে গিরিরাজ সিংকে পালটা দিলেন কুণাল

আইপ্যাক-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে (Giriraj Singh) কড়া জবাব দিল তৃণমূল কংগ্রেস। দলের...

নারায়ণ দেবনাথের কমিক্স প্রকাশে নিষেধাজ্ঞা দেব সাহিত্য কুটীরের উপর! অধিকার পেল দীপ প্রকাশন

প্রয়াত সাহিত্যিক ও শিল্পী নারায়ণ দেবনাথের সৃষ্টি জনপ্রিয় কমিক্স চরিত্রগুলি নিয়ে প্রকাশনা সংক্রান্ত বিতর্কে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত।...

SIR আতঙ্কে আরও মৃত্যু রাজ্যে! কেন্দ্র-কমিশনকে তোপ তৃণমূলের 

এসআইআর শুনানির আতঙ্কে ফের মৃত্যুর ঘটনা রাজ্যে। শনিবার ফের দু’জনের মৃত্যুর খবর সামনে এসেছে। একটি ঘটনা বীরভূমের রামপুরহাটে,...