Thursday, August 21, 2025

কৃষ্ণসার মারেননি সলমন!!

Date:

Share post:

অভিজিৎ ঘোষ, যোধপুর (রাজস্থান)

আজ এক অন্য গল্প। গল্প বলছি এই কারণে, যে যোধপুরের (Jodhpur) দেওয়াল, কুঠী, ঝিলের জল আর লোকের মুখে মুখে খবর, সলমনকে ফাঁসানো হয়েছে। কে কাকে ফাঁসিয়েছে সে তো পরের কথা। তার বিচার করবে আদালত। কিন্তু যে কথা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সে কথা শুনলে আপনার চক্ষুচড়কগাছ হতে বাধ্য।

সেটা ১৯৯৮ সাল। সুরেশ বরজাতিয়ার ছবি ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলছিল যোধপুরে। শুটিংয়ে দীর্ঘ সময় ধরে গোটা টিম ছিল যোধপুরে। সলমন, সইফ, তাব্বু, সোনালীরা ছিলেন। সেখানেই ঘটেছিল সেই কালো হরিণ শিকারের অভিযোগ। মামলা আদালতে পৌঁছায়। বহুদিন পর তা কোর্টে উঠলে সলমনের (Salman Khan) জেলের নির্দেশ হয়। যদিও ভাইজান হাইকোর্টে গিয়ে জামিন পান।

 

কিন্তু যারা একটু রাজনীতির খবর রাখেন, তাঁরা তো বটেই, এমনকী রাজঘরানা নিয়ে যাদের আগ্রহ রয়েছে, তারা শোনালেন অন্য গল্প। এ গল্পের সত্যাসত্য জানা নেই। কিন্তু বলছেন এলাকারই মানুষজন।

কী সেই ঘটনা? যোধপুরের রাজা গজ সিং। যিনি এখনও জীবিত। বয়স বছর ৭৫। তাঁর এক ছেলে এক মেয়ে। ছেলে শিবরাজ আর মেয়ে শিবরঞ্জনী। মেয়েকে ঘিরেই এই কাণ্ড। শিবরঞ্জনী বিদেশে শিক্ষিত। ব্যবসা করেন জমিয়ে। নিজের পোলো টিম আছে। তাঁর বিয়ে নিয়ে নানা কথা শোনা যায়। বারবার বিয়ে ভাঙার গল্পও আছে। হাম সাথ সাথ ছবির শুটিংয়ের সময় উমেদ ভবনেই সলমন খানের সঙ্গে আলাপ। ক’দিনেই নাকি মন দেওয়া-নেওয়া। সম্পর্কের খবর কানে যেতেই ক্ষুব্ধ গজ সিং শিবরঞ্জনীকে সাবধান করেন।

যোধপুর উমেদভবন

রাজা গজ সিং

শিবরঞ্জনী

কিন্তু অমোঘ টানে লাগাম দিতে না পারায় শেষে নাকি এলাকার বিষ্ণোই আদিবাসীদের কাজে লাগিয়ে শিকারের প্লট সাজিয়ে সলমনকে ফাঁসিয়ে ছিলেন রাজা। সঙ্গে সইফ, তাব্বু আর সোনালীকে জড়ান মামলা সাজাতে। তারপরের ঘটনা সকলের জানা। কিন্তু এই গল্প কতখানি সত্য তা বলা মুশকিল, কিন্তু এলাকার বহু মানুষ মোটেই সলমন খানকে দোষী মানতে চান না। তাঁরা বলছেন, রাজা কি খেল!

যোধপুরে না এলে এমন বিস্ময়কর ঘটনা অজানাই থেকে যেত!

 

 

 

 

spot_img

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...