Saturday, November 8, 2025

১৩ টাকা পকেটে নিয়ে সাধারণ নাপিত থেকে দেশের সেরা হেয়ার স্টাইলিস্ট! চেনেন এনাকে?

Date:

Share post:

ইচ্ছে থাকলে উপায় হয়। যদি কোনও কিছুকে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করা যায়, তাহলে বোধহয় বিধাতাও সেই জিনিসটা দিতে বাধ্য হন। এটা কোনও সিনেমার কথা নয়, বাস্তবে এই কথার সারমর্ম বুঝিয়েছেন যিনি আজ তাঁকে নিয়েই এই প্রতিবেদন। নাম আলিম হাকিম (Aalim Hakim)। আজ হয়তো এই নামটা একবার বলার সঙ্গে সঙ্গেই সহজেই চিনে নিচ্ছেন সকলেই, কারণ তিনি মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) থেকে বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকাদের পছন্দের হেয়ার স্টাইলিস্ট। সেলিব্রেটিদের তালিকা এখানেই শেষ হয় না কিন্তু সাধারন নাপিত থেকে দেশের সেরা হেয়ার স্টাইলিস্ট (Hair Stylist) হওয়ার গল্পটা কিন্তু সহজ ছিল না। পকেটে মাত্র ১৩ টাকা আর বয়স তখন ৯ বছর। বাবার অকাল মৃত্যুর পর ছোট্ট ছেলেটা হাতে তুলে নিয়েছিলেন চুল কাটার কাঁচি, ব্যাস সেই শুরু।

সম্প্রতি মহেন্দ্র সিং ধোনিকে একেবারে নতুন লুকে সবার সামনে তুলে এনে খবরের শিরোনামে আলিম হাকিম। দেশের সেরা হেয়ার স্টাইলিস্ট কাজ শেখার অনুপ্রেরণা পেয়েছিলেন বাবাকে দেখেই। আলিমের বাবা হাকিম কৈরানভি দেশের প্রথম সেলিব্রেটি হেয়ার স্টাইলিস্ট ছিলেন। দিলীপ কুমার থেকে অমিতাভ বচ্চন , বিনোদ খান্নার মতো সুপারস্টারদের নতুন লুক দিতেন তিনি। তাঁর কাজের গুণে হলিউডেও ছড়িয়ে পড়েছিল নামডাক। শোনা যায় ব্রুশ লি থেকে রিচার্ড হারেস প্রত্যেকেই তাঁর কাছে চুল কাটতেন। কিন্তু মাত্র ৩৯ বছর বয়সেই তাঁর অকাল প্রয়াণ। ৯ বছরের আলিম তখন বুঝে উঠতে পারছিলেন না কী করবেন। বাবাকে দেখে এই পেশায় আসার ইচ্ছে হয়েছিল বটে কিন্তু খুব একটা বেশি শেখার সুযোগ হয়নি। দশ বছর ধরে কঠিন লড়াই করার পর নিজের বাড়ির বারান্দায় একটা চেয়ার একটা ফ্যান আর ছোট্ট বেসিন লাগিয়ে নাপিত হিসেবে নিজের জায়গা তৈরি করেন তিনি। বিবেক ওবেরয়,শ্রেয়সের মতো তারকারা তাঁর কলেজের বন্ধু ছিলেন। এক্সপেরিমেন্ট করার জন্যই বিনা পয়সায় তাঁদের চুল কেটে দিতেন আলিম (Aalim Hakim)। এরপর আস্তে আস্তে পসার বাড়তে শুরু করে কিন্তু তখনও মাত্র কুড়ি টাকার বিনিময়ে লোকের চুল কাটতে আলিম। সেই সময় বিখ্যাত প্রসাধনী সংস্থার লরিয়ালের নজরে পড়ে বিদেশে যাওয়ার সুযোগ হয় এবং অস্ট্রেলিয়া থেকে হেয়ারস্টাইল নিয়ে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে পুরোদমে কাজ করতে শুরু করেন আলিম। বাবার নাম নিজের সঙ্গে জুড়ে তৈরি করেন ব্র্যান্ড। যে বন্ধুরা হাসাহাসি করত তাঁদের ছেলে মেয়েরাই আজ আলিম হাকিমের কাছে ট্রেনিং নেন। বিরাট কোহলি থেকে হার্দিক পান্ডিয়া, রণবীর সিং থেকে ক্যাটরিনা কাইফ সকলের প্রথম পছন্দ তিনি। দেশ ছাড়িয়ে বিদেশেও নিজের আউটলেট খুলেছেন। ১৩ টাকা হাতে নিয়ে কাজে নামা ছেলেটা আজ bmw গাড়ি চালায়। বাবা অকালে চলে যাবার পর যেখানে জীবন থমকে গেছিল , সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে জীবনকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন আলিম। লক্ষ্য স্থির থাকলে মানুষ সাফল্যকে যে একদিন নিজের হাতের মুঠোতে ধরতে পারে, তার জলজ্যান্ত প্রমাণ এই সেলিব্রেটি হেয়ার স্টাইলিস্ট।

spot_img

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...