Monday, November 10, 2025

১৩ টাকা পকেটে নিয়ে সাধারণ নাপিত থেকে দেশের সেরা হেয়ার স্টাইলিস্ট! চেনেন এনাকে?

Date:

Share post:

ইচ্ছে থাকলে উপায় হয়। যদি কোনও কিছুকে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করা যায়, তাহলে বোধহয় বিধাতাও সেই জিনিসটা দিতে বাধ্য হন। এটা কোনও সিনেমার কথা নয়, বাস্তবে এই কথার সারমর্ম বুঝিয়েছেন যিনি আজ তাঁকে নিয়েই এই প্রতিবেদন। নাম আলিম হাকিম (Aalim Hakim)। আজ হয়তো এই নামটা একবার বলার সঙ্গে সঙ্গেই সহজেই চিনে নিচ্ছেন সকলেই, কারণ তিনি মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) থেকে বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকাদের পছন্দের হেয়ার স্টাইলিস্ট। সেলিব্রেটিদের তালিকা এখানেই শেষ হয় না কিন্তু সাধারন নাপিত থেকে দেশের সেরা হেয়ার স্টাইলিস্ট (Hair Stylist) হওয়ার গল্পটা কিন্তু সহজ ছিল না। পকেটে মাত্র ১৩ টাকা আর বয়স তখন ৯ বছর। বাবার অকাল মৃত্যুর পর ছোট্ট ছেলেটা হাতে তুলে নিয়েছিলেন চুল কাটার কাঁচি, ব্যাস সেই শুরু।

সম্প্রতি মহেন্দ্র সিং ধোনিকে একেবারে নতুন লুকে সবার সামনে তুলে এনে খবরের শিরোনামে আলিম হাকিম। দেশের সেরা হেয়ার স্টাইলিস্ট কাজ শেখার অনুপ্রেরণা পেয়েছিলেন বাবাকে দেখেই। আলিমের বাবা হাকিম কৈরানভি দেশের প্রথম সেলিব্রেটি হেয়ার স্টাইলিস্ট ছিলেন। দিলীপ কুমার থেকে অমিতাভ বচ্চন , বিনোদ খান্নার মতো সুপারস্টারদের নতুন লুক দিতেন তিনি। তাঁর কাজের গুণে হলিউডেও ছড়িয়ে পড়েছিল নামডাক। শোনা যায় ব্রুশ লি থেকে রিচার্ড হারেস প্রত্যেকেই তাঁর কাছে চুল কাটতেন। কিন্তু মাত্র ৩৯ বছর বয়সেই তাঁর অকাল প্রয়াণ। ৯ বছরের আলিম তখন বুঝে উঠতে পারছিলেন না কী করবেন। বাবাকে দেখে এই পেশায় আসার ইচ্ছে হয়েছিল বটে কিন্তু খুব একটা বেশি শেখার সুযোগ হয়নি। দশ বছর ধরে কঠিন লড়াই করার পর নিজের বাড়ির বারান্দায় একটা চেয়ার একটা ফ্যান আর ছোট্ট বেসিন লাগিয়ে নাপিত হিসেবে নিজের জায়গা তৈরি করেন তিনি। বিবেক ওবেরয়,শ্রেয়সের মতো তারকারা তাঁর কলেজের বন্ধু ছিলেন। এক্সপেরিমেন্ট করার জন্যই বিনা পয়সায় তাঁদের চুল কেটে দিতেন আলিম (Aalim Hakim)। এরপর আস্তে আস্তে পসার বাড়তে শুরু করে কিন্তু তখনও মাত্র কুড়ি টাকার বিনিময়ে লোকের চুল কাটতে আলিম। সেই সময় বিখ্যাত প্রসাধনী সংস্থার লরিয়ালের নজরে পড়ে বিদেশে যাওয়ার সুযোগ হয় এবং অস্ট্রেলিয়া থেকে হেয়ারস্টাইল নিয়ে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে পুরোদমে কাজ করতে শুরু করেন আলিম। বাবার নাম নিজের সঙ্গে জুড়ে তৈরি করেন ব্র্যান্ড। যে বন্ধুরা হাসাহাসি করত তাঁদের ছেলে মেয়েরাই আজ আলিম হাকিমের কাছে ট্রেনিং নেন। বিরাট কোহলি থেকে হার্দিক পান্ডিয়া, রণবীর সিং থেকে ক্যাটরিনা কাইফ সকলের প্রথম পছন্দ তিনি। দেশ ছাড়িয়ে বিদেশেও নিজের আউটলেট খুলেছেন। ১৩ টাকা হাতে নিয়ে কাজে নামা ছেলেটা আজ bmw গাড়ি চালায়। বাবা অকালে চলে যাবার পর যেখানে জীবন থমকে গেছিল , সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে জীবনকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন আলিম। লক্ষ্য স্থির থাকলে মানুষ সাফল্যকে যে একদিন নিজের হাতের মুঠোতে ধরতে পারে, তার জলজ্যান্ত প্রমাণ এই সেলিব্রেটি হেয়ার স্টাইলিস্ট।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...