Sunday, November 9, 2025

২০ নয় দিতে হবে ২০০ কোটি! চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের মুকেশ আম্বানিকে খু.নের হু.মকি

Date:

Share post:

২৪ ঘণ্টাও কাটল না। ফের খুনের হুমকি পেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান (Chairman Reliance Industries) মুকেশ আম্বানি (Mukesh Ambani)। শুক্রবারই ২০ কোটি টাকা চেয়ে ইমেল মারফত হুমকি পেয়েছিলেন মুকেশ আম্বানি। এবার টাকার অঙ্ক একেবারে ১০ গুণ বাড়িয়ে ২০০ কোটি টাকা চাওয়া হল আম্বানির থেকে। পুলিশ সূত্রে খবর, শুক্রবারের পর শনিবারও ফের ইমেল (Email) মারফত হুমকি চিঠি পেয়েছেন মুকেশ। এবার তাঁর কাছ থেকে ২০০ কোটি টাকা দাবি করা হয়েছে। তবে শুক্রবার যে মেল আইডি থেকে হুমকি বার্তা এসেছিল, শনিবারও সেই আইডি থেকেই ফের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

শুক্রবার শিল্পপতি মুকেশ আম্বানির কাছে যে হুমকি বার্তা এসেছিল, তাতে লেখা ছিল, যদি আমাদের ২০ কোটি টাকা না দেন, তবে প্রাণে মেরে দেব। আমাদের কাছে ভারতের সেরা শ্যুটার রয়েছে। উড়ো ইমেল আসার পরই তড়িঘড়ি আম্বানির সিকিউরিটি ইনচার্জ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ ও ৫০৬(২) ধারায় অভিযোগ দায়ের করে। এরপর শনিবারই ফের ওই মেইল আইডি থেকেই আরেকটি হুমকি বার্তা আসে বলে অভিযোগ। তবে শনিবারের ওই হুমকিবার্তায় লেখা ছিল, আপনি আমাদের ইমেলের জবাব দেননি। এবার টাকার অঙ্ক ২০০ কোটি হয়ে গেল। না দিলে আপনার মৃত্যু পরোয়ানায় সই হয়ে গিয়েছে।

তবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে শাদাব খান নামক এক ব্যক্তির ইমেল আইডি থেকে আম্বানির কাছে ওই হুমকি বার্তা আসে। মুকেশের নিরাপত্তারক্ষীই প্রথম উড়ো মেসেজ দেখতে পেয়ে পুলিশের দ্বারস্থ হন। ইতিমধ্যে, অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

 

 

 

spot_img

Related articles

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...