Saturday, November 15, 2025

পাট শিল্পকে লাটে তুলে প্লাস্টিক ‘লবি’ চালানোর মরিয়া চেষ্টা! মোদি সরকারের সমালোচনায় তৃণমূল

Date:

Share post:

ফের কেন্দ্রের মোদি সরকারের (Modi Govt) বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে পাট শিল্পকে (Jute Industry) নিয়ে মোদি সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন তিনি। তিনি এদিন অভিযোগ করেন, দেশের পাট শিল্পকে লাটে তুলে প্লাস্টিক লবি চালানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র। তিনি বলেন, পাটের ক্ষেত্রে নুন্যতম সহায়ক মূল্য ঘোষণা সত্ত্বেও বাংলাদেশ (Bangladesh) ও নেপাল (Nepal) থেকে অবৈধভাবে পাট সরবরাহ হচ্ছে। যে কারণে দিনে দিনে ধ্বংসের মুখে ভারতের ঐতিহ্যশালী এই শিল্প। তবে পাট শিল্পের এমন দুরবস্থার জন্য বিএসএফ (BSF) ও কাস্টমস আধিকারিকদের একহাত নেন তৃণমূল সাংসদ। তিনি এদিন সরাসরি প্রশ্ন তোলেন কীভাবে সীমান্ত পেরিয়ে পাট সরবরাহ হচ্ছে? বিএসএফ কোথায়? কোথায় ডিরেক্টর অব রেভিনিউ ইন্টেলিজেন্সের (DRI) আধিকারিকরা?

তবে এর আগে নিজেই প্লাস্টিক পণ্য বর্জনের ডাক দিলেও সেকথা বাস্তবায়িত করতে পারেননি নরেন্দ্র মোদি। ২০১৪ সালে মোদি দিল্লির মসনদে বসার পরে ঠিক এভাবেই ‘স্বচ্ছ ভারত’ প্রকল্পের সূচনা করেন তিনি। তবে সেকথা মুখেই রয়ে গিয়েছে। বাস্তবে তার কোনও প্রতিফলনই চোখে পড়েনি দেশবাসীর। পরিবেশের ক্ষেত্রে প্লাস্টিক যে সারা পৃথিবীতেই জ্বলন্ত সমস্যা, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু কম খরচে তার বিকল্প কী হবে বিশেষত সিঙ্গল ইউজের ক্ষেত্রে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তেই পৌঁছতে পারেননি মোদি সরকার। কিন্তু বিকল্প হিসেবে চটের ব্যাগ গুরুত্ব পেলে, পশ্চিমবঙ্গের পাট শিল্প যে লাভবান হবে সেকথা আর বলার অপেক্ষা রাখে না। তবে কেন্দ্রের এই পদক্ষেপ যে দেশের পাট চাষি এবং চট শিল্পকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে সেকথাই এদিন কেন্দ্রকে মনে করিয়ে দিলেন তৃণমূল সাংসদ।

 

 

 

 

 

spot_img

Related articles

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...