Sunday, January 11, 2026

কু.রুচিকর মন্তব্যের জের! শুভেন্দুকে আইনি নোটিশ কাকলির

Date:

Share post:

কুরুচিকর মন্তব্যের জের। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। রেশন দুর্নীতি মামলায় সম্প্রতি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallik) গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)। সেই বিষয়ে কাকলির নাম জড়িয়ে মন্তব্য করেন বিজেপি (BJP) বিধায়ক। এর জেরে মানহানির আইনি নোটিশ পাঠিয়েছেন বারাসতের সাংসদ। নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টে সেই কথা জানিয়ে কাকলি লেখেন, “আমার এবং আমার পরিবারের সবাই খেটে খাওয়া মানুষ, আমরা কোন অনৈতিকভাবে উপার্জন করি না। অন্যায়ের সাথে আপস করি না। আমাদের নামে যে ভাবে সংবাদ মাধ্যমের সামনে কুরুচিকর মন্তব্য করেছে তার জন্যই শুভেন্দু অধিকারী কে মানহানির আইনি নোটিশ পাঠালাম।“

কাকলির তরফে শুভেন্দুকে (Shubhedu Adhikari) পাঁচপাতার আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী প্রসেনজিৎ নাগ। জ্যোতিপ্রিয় গ্রেফতার হওয়ার পরে রানাঘাটে দলীয় কর্মসূচিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা কাকলির সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। তার প্রেক্ষিতেই আইনি নোটিশ পাঠিয়েছেন কাকলি। সেখানে লেখা হয়েছে, বিরোধী দলনেতা সমাজমাধ্যমে  বলছেন, ’’জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও জড়িত।“ নোটিশে লেখা হয়েছে, “আমার মক্কেল একজন রাজনীতিকই নন, নির্বাচিত সাংসদ ও নামী চিকিৎসক। তাই বিরোধী দলনেতার মন্তব্যে তাঁর এবং পরিবারের সম্মানহানি হয়েছে। নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে নিঃর্শত ক্ষমা না চাইলে শুভেন্দুর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।” যেখানে এই মন্তব্য করেছেন শুভেন্দু তার লিঙ্কও নোটিশে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হৃদ.রোগে আ.ক্রান্তকে দ্রুত হাসপাতালে পৌঁছে ‘প্রাণ রক্ষা’ ওসি সৌভিকের, আপ্লুত পরিবার

বারবার রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীদের নিশানা করেন শুভেন্দু অধিকারী (Shubhedu Adhikari)। রাজ্যের মানুষের উন্নয়ন, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কোনও কথা তাঁর বক্তব্যে পাওয়া যায় না। সেই বক্তব্যে অনেক সময়ই শালীনতার মাত্রা ছাড়ান রাজ্যের বিরোধী দলনেতা। এই পরিস্থিতি আইন নোটিশ পেয়ে মুখে কুলুপ দলবদলু নেতার।

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...