Thursday, November 6, 2025

আকাশপথে প্র.তিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে ভারতও তৈরি করতে চায় ‘আয়রন ডোম’

Date:

Share post:

এবার ইজরায়েল-হামাস যুদ্ধে আয়রন ডোমের কথা বার বার শোনা যাচ্ছে। ইজরায়েলের বিভিন্ন প্রান্তে নাকি একেবারে অত্যাধুনিক রক্ষাকবচ রয়েছে।যার জেরে একাধিকবার হামাসের রকেটকে আটকে দিয়েছে ইজরায়েল। না হলে আরও ক্ষয়ক্ষতি হত। এবার ভারত আকাশপথে প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে সবরকম ব্যবস্থা নিচ্ছে। সেই সঙ্গে দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি করা আয়রন ডোম ব্যবস্থাকে কার্যকরী করবে ভারত, এমন কথাও শোনা যাচ্ছে। শত্রুপক্ষ যদি ভারতে কোনও সময় রকেট হানা করে, ড্রোন বা মিসাইল হানা চালায় তবে তা প্রতিহত করবে এই সুরক্ষা কবচ।

জানা গিয়েছে, ২০২৮-২৯ সালের মধ্য়ে ভারতে এই আয়রন ডোম সিস্টেম কার্যকরী হতে পারে। এটাকে রাশিয়ার এস-৪০০ ট্রিয়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে তুলনা করা যেতে পারে।

এই এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক কীভাবে কাজ করে?

বিরাট এলাকাকে এই সিস্টেমের মাধ্যমে রক্ষা করা সম্ভব। কোনও শত্রুপক্ষ যদি রকেট নিক্ষেপ করে তবে তা রাডারে ধরা পড়ে যায়। এরপর সেই রকেট কোন পথে আসছে সেটাও চিহ্নিত করা যায়। এরপর পালটা রকেট হানার মাধ্যমে শত্রুপক্ষের সেই রকেটকে শেষ করে দেওয়া সম্ভব। মনে করা হচ্ছে ২০২৮-২৯ সালের মধ্যে ভারত এই দূরপাল্লার রকেট প্রতিহত করার সিস্টেমকে কার্যকরী করতে পারবে। এই সিস্টেমের মাধ্য়মে শত্রুপক্ষের রকেটকে আটকে দেওয়া সম্ভব হবে।

জানা গিয়েছে, শত্রুপক্ষ রকেট, ড্রোন, মিসাইল যেটাই নিক্ষেপ করুক না কেন সেটা ভারতের এই বিশেষ সিস্টেম আটকে দেবে। শত্রুপক্ষ যদি ভারতের কোনও শহরকে টার্গেট করার চেষ্টা করে তবে সেই রকেটকে আকাশেই গুড়িয়ে দেবে ভারতের এই আয়রন ডোম সিস্টেম। একেবারে ৩৫০ কিমি পাল্লার রকেটও এক্ষেত্রে কার্যকরী হবে। এছাড়াও ১৫০ কিমি, ২৫০ কিমি দূরত্বেও রকেট হানাকে আটকে দিতে পারে এই বিশেষ সিস্টেম।

spot_img

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...