১) সাতে সাত ভারতের। একদিনের ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। লঙ্কানদের হারাল ৩০২ রানে। শ্রীলঙ্কার বিরুদ্ধে বল হাতে দাপট মহম্মদ সিরাজ-মহম্মদ শামির। একাই ৫ উইকেট শামির। এই জয়ের ফলে সেমিফাইনালে পৌঁছে গেল বিরাট-রোহিতরা।

২) শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় হিসাবে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন মহম্মদ শামি। এর সুবাদে টপকে গেলেন জাহির খান এবং জভাগাল শ্রীনাথকে।

৩) শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে একদিনের ক্রিকেটে দ্বিতীয় বার টানা তিনটি ম্যাচে চার উইকেট নেওয়ার নজির গড়লেন শামি। এর আগে পাকিস্তানের ওয়াকার ইউনিস এই কীর্তি গড়েছিলেন। এছাড়াও বিশ্বকাপে তিনবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন শামি।

৪) ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে চলছে হাহাকার। বিক্ষোভ করছেন বাংলার ক্রিকেট সংস্থার সদস্যেরা। মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন, বিশ্বকাপের এই টিকিটের দায়িত্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের। সিএবি-র এখানে কিছু করার নেই।

৫) ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারি হচ্ছে বলেও অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গে সৌরভ বলেন, টিকিটের চাহিদা থাকবেই। সিএবি-র পক্ষে টিকিটের কালোবাজারি আটকানো সম্ভব নয়। তারা তো আর মহামেডান মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকবে না। এই দায়িত্ব পুলিশকেই নিতে হবে।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ
