Monday, August 25, 2025

৯ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে চলবে ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধন, কোথায়-কীভাবে করবেন?

Date:

Share post:

২০২৪ সালের লোকসভা ভোটকে সামনে দেখে রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এই উপলক্ষে নির্বাচন কমিশন শনি ও রবিবার রাজ্য জুড়ে বুথে বুথে ভোটদাতাদের সচেতনতা বাড়াতে বিশেষ অভিযান চালাচ্ছে। কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আবেদনকারীকে ৬ নম্বর ফর্ম ফিলাপ করতে হবে। অন্যদিকে যদি কেউ তার ভোটার তালিকায় থাকা কোন তথ্যের পরিবর্তন করতে চান অর্থাৎ সংশোধন করতে চান সেক্ষেত্রে তাকে ৮ নম্বর ফর্ম ফিলাপ করতে হবে। ভোটার তালিকায় নাম পরিবর্তন, বয়স পরিবর্তন, ঠিকানা পরিবর্তন সহ অন্যান্য যে সকল ছোটখাটো ভুল থাকে সেগুলি সংশোধন করে নেওয়া যাবে ৮ নম্বর ফর্ম ফিলাপ করে।

অন্যদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য ফিলাপ করতে হবে ৭ নম্বর ফর্ম। যদি কেউ তার ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে চান তাহলে তাকে ফিলাপ করতে হবে ৬বি ফর্ম। এই সকল ভোটার তালিকা বা ভোটার কার্ড সংক্রান্ত কাজের জন্য নিকটবর্তী ভোট গ্রহণ কেন্দ্র ব্লক লেভেলের অফিসারের কাছে ফর্ম জমা দিতে হবে। এছাড়াও অনলাইনে https://voters.eci.gov.in/ ওয়েবসাইট থেকেও নিজেদের প্রয়োজনীয় কাজ করতে পারবেন।

এদিকে কমিশন বুধবারই এ রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে।এই তালিকা অনুযায়ী এবার ভোটার বেড়েছে ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫ জন। বাদ গেছে ৩লক্ষ ৮১ হাজার ১২৬ জনের নাম। ২০২৪ সালে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে এবার ভোট দেবেন মোট ৭ কোটি ৫৩ লক্ষ ৮৬ হাজার ৭২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ কোটি ৮৩ লক্ষ ৩১ হাজার ৮৪৬। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৭০ লক্ষ ৫২ হাজার ৪৪৪। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ৭৮২। সার্ভিস ভোটার ১ লক্ষ ১৪ হাজার ১৪৮ জন। প্রকাশিত খসড়া তালিকায় থাকা নাম সম্পর্কে কোনো দাবি বা অভিযোগ এর নিষ্পত্তি করা হবে আগামী ২৬ সে ডিসেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২০২৪ সালের ৫ ই জানুয়ারি। উল্লেখ্য, আজ পয়লা নভেম্বর থেকেই ভোটার তালিকার সংক্ষিপ্ত বিশেষ সংশোধন কর্মসূচি শুরু হয়েছে। চলবে আগামী ৯ ই ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন- পেঁয়াজের মূল্যে আ.গুন! কখন কমবে দাম? রাজ্যকে চিঠি টাস্ক ফোর্সের

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...