Wednesday, December 24, 2025

শি.হরিত হচ্ছি! বিজেপি-র FIR-এর হু.মকির পাল্টা মোক্ষম খোঁ.চা মহুয়ার

Date:

Share post:

তাঁর বিরুদ্ধে এফআইআর করার হুমকির মোক্ষম জবাব দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahuaa Moitra)। রবিবার নিজের এক্স হ্যান্ডলে পর পর ২টি পোস্ট করেন মহুয়া। আর সেখানেই বিজেপি (BJP)-কে তীব্র কটাক্ষ করেন সাংসদ। লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান থেকে শুরু করে আদানি- সবাইকেই নিশানা করেন তিনি।

এদিন দুপুরে এক্স হ্যান্ডলে প্রথম পোস্টে মোক্ষম খোঁচা দেন মহুয়া। তিনি লেখেন, “এটা জেনে আমি শিহরিত হচ্ছি যে বিজেপি আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথা ভাবছে। তাদের স্বাগত জানাচ্ছি।” এরপরেই তৃণমূল সাংসদ ১৩ হাজার কোটি টাকার কয়লা দুর্নীতির অভিযোগে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ইডি এবং সিবিআইয়ের এফআইআর দায়ের কার দাবি জানান।

এর কিছুক্ষণ পরেই আর একটা পোস্ট করেন মহুয়া (Mahuaa Moitra)। সেখানেও এথিক্স কমিটির বৈঠকে তাঁকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হয়েছে বলে সরব হন সাংসদ। লেখেন, “চেয়ারম্যানের সস্তা, অপ্রাসঙ্গিক প্রশ্ন, বিরোধীদের প্রতিবাদ, আমার প্রতিবাদ সব কিছু সরকারি ভাবে নথিভুক্ত আছে। তার প্রতিলিপি আমার কাছে রয়েছে।”

সংসদে ‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ তোলার অভিযোগ মহুয়ার বিরুদ্ধে তোলে বিজেপি। সাংসদ মহুয়ার বক্তব্য জানতে গত বৃহস্পতিবার তাঁকে ডেকে পাঠায় লোকসভার এথিক্স কমিটি। কিন্তু অবমাননাকর প্রশ্ন করায় বৈঠকের মাঝপথে সেখান থেকে বেরিয়ে আসেন মহুয়া-সহ বিরোধী দলের সাংসদরা। সংবাদমাধ্যমকে মহুয়া জানান, ‘‘ওরা নোংরা প্রশ্ন করছে।’’ মহুয়াকে যে ধরনের প্রশ্ন করা হয়, তার বিরোধিতায় সরব হন বিএসপির সাংসদ দানিশ আলিও। এর জেরে লোকসভার স্পিকার ওম বিড়লাকে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল সাংসদ। চিঠি লিখে তিনি জানান, এথিক্স কমিটির বৈঠকে মৌখিক ভাবে তাঁর ‘বস্ত্রহরণ’ করা হয়েছে। মহিলা সাংসদ হিসেবে সুরক্ষার দাবি জানান মহুয়া। এরপরে এদিন এক্স হ্যান্ডেলে বিজেপি-কে নিশানা করেন তৃণমূল সাংসদ।

spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...