Saturday, August 23, 2025

বঙ্গ বিজেপির যা অবস্থা পদ থাকলেই গোলাম হয়ে যাবে, বি.স্ফোরক অনুপম

Date:

Share post:

ফের রাজ্য বিজেপি নেতৃত্বকে নিয়ে বিস্ফোরক অনুপম হাজরা। কালনায় বিজেপির বিজয়া সম্মিলনীতে গিয়ে বিজেপি নেতাদের-ই তোপ দাগলেন দলের কেন্দ্রীয় সম্পাদক অনুপম। তাঁর কথায়, ‘এখন বঙ্গ বিজেপির পদ পাওয়া মানে গোলাম হয়ে যাওয়া। সবাই চাকর হতে ভালবাসে না। ঘরেই শত্রু বিভীষণ যারা আছে, তাদের ঝাঁটা মেরে বের করতে হবে।’ এখানেই শেষ নয়, অনুপমের অভিযোগ, বিজেপির পদাধিকারীরা পদ পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে রফা করছে। মনোনয়ন দাখিলে ১ লক্ষ, প্রচারে না যেতে হাজার টাকা, বিভিন্ন ক্যাটাগরিতে রফা।

বিজেপির পক্ষ থেকে সোমবার পূর্ব বর্ধমানের কালনার বাঘনাপাড়ায় এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে দলের নেতাদের নিয়েই বিস্ফোরক মন্তব্য করতে থাকেন অনুপম। তিনি বলেন, রাজ্য নেতাদের তোপ দেগে তিনি বলেন, ‘এখন বঙ্গ বিজেপির যা অবস্থা, পদ মানেই হচ্ছে আপনি তাদের গোলাম হয়ে গেলেন। পান থেকে চুন খসলেই আপনি শোকজ, না হলে সাসপেন্ড অথবা পদ চলে যাবে। আরে সবাই কি চাকর হতে ভালোবাসে নাকি?’

দলের দুর্নীতিবাজ নেতাদের হুঁশিয়ারি দিয়ে অনুপম বলেন, আমাদের মধ্যে কোনও চোর যাতে না থাকে সেটাই লোকসভা ভোটের মুখে আমাদের কাছে চ্যালেঞ্জের। ঘরশত্রু বিভীষণদের ঝাঁটা মেরে বের করতে হবে। নাহলে আমাদের সর্বভারতীয় সভাপতি পশ্চিমবঙ্গে যে ৩৫টি আসন দখলের কথা বলেছেন তা শুধুমাত্র স্বপ্ন হয়েই থেকে যাবে।’

অনুপমের সংযোজন, ‘কিছু জায়গায় কিছু পদাধিকারী আছেন যাঁরা সকাল ৬টার পরে বিজেপি করেন। আর রাতের বেলায় তৃণমূল নেতার বাড়িতে গিয়ে মাছ-মাংস খান।”

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...