Sunday, January 11, 2026

রাজ্যপালকে নিয়ে বি.তর্কিত মন্তব্য কারামন্ত্রীর, পাশে দাঁড়ালেন না বিধানসভার স্পিকার

Date:

Share post:

মঞ্চ থেকে রাজ্যপালকে নিশানা করলেন কারামন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। রাজ্যপালের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে নথি থাকার দাবি করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিলেন। অখিল গিরির সেই ভিডিও পোস্ট করে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে রাজ্যপালকে ইমেল করলেন বিরোধী দলনেতা। আর এবার অখিল গিরি প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া এল বিধানসভার স্পিকারের তরফে ‘আমি গোটা বিষয়টি শুনেছি, এই ধরনের কথা উনি না বললেই পারতেন’, আমি এ ধরনের বক্তব্য অনুমোদন করছি না, মন্তব্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের।

স্পিকার আরও বললেন, “রাজ্যপালের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করার কী কারণ আছে! এটা না করলেই ভাল হত।” সঙ্গে স্পিকারের আরও সংযোজন, এই ধরনের মন্তব্যে তাঁর একেবারেই সমর্থন নেই। সাফ জানিয়ে দিলেন, “আমি এটা ভালভাবে নিইনি, এটুকু বলতে পারি।”

যদিও বিধানসভার অধ্যক্ষের বক্তব্য, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার দরকার নেই। মুখ্যমন্ত্রীর নজর সব দিকে রয়েছে, সেটাও বুঝিয়ে দেন তিনি। স্পিকার বলেন, “আমি এই ব্যাপারে কেন কথা বলব? মুখ্যমন্ত্রী নিজে জানেন। নিজে দেখছেন। আমি কেন বলতে যাব? আমার তো কিছু বলার দরকার নেই।”

প্রসঙ্গত, বাইশ সালেও অখিল গিরি ফোকাসে এসেছিলেন। সেবার রাষ্ট্রপতি দৌপদ্রী মুর্মুকে নিয়ে অখিল গিরির মন্তব্যে উত্তাল হয়েছিল গোটা দেশ। সেবারও মন্ত্রিসভা থেকে তাঁর পদত্যাগের দাবি জানানো হয়েছিল।ফের এবার ফিরল সেই স্মৃতি।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...