Saturday, December 27, 2025

শিল্পপতি-খেলোয়াড় থেকে টলি তারকা, মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনী যেন চাঁদের হাট

Date:

Share post:

প্রতিবছর বিজয়া সম্মিলনী অনুষ্ঠান নিউটাউনে পালিত হলেও, এবার তা আয়োজিত হয়েছে আলিপুর জেল মিউজিয়ামে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর এই বিজয়া সম্মিলনী হয়ে উঠল চাঁদের হাট। রাজনৈতিক ব্যক্তিত্ব তো বটেই, রাজ্যের নামী শিল্পপতি থেকে শুরু করে প্রাক্তন খেলোয়াড়, টলিউডের নায়ক নায়িকা, রীতিমত তারকাদের ভিড় দেখা গেল এই অনুষ্ঠানে।

বৃহস্পতিবার বিকেল থেকেই অতিথিদের আগমন শুরু হয় আলিপুর জেল মিউজিয়ামে বিজয়া সম্মিলনী উপলক্ষে। সেখানে উপস্থিত হয়ে হাসি মুখে সকলকে বিজয়া সম্মিলনীতে স্বাগত জানান মমতা নিজে। বিশিষ্ট শিল্পপতিদের মধ্যে উপস্থিত ছিলেন হর্ষ নেউটিয়া, মায়ঙ্ক জালান, মেহুল মোহনকা, উজ্জ্বল সিনহা, রমেশ জুনেজা, দিলীপ দুগ্গর প্রমুখ। চলতি মাসের ২১-২২ তারিখ রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। ওই সম্মেলনে যাতে শিল্পপতিরা সকলেই অংশগ্রহণ করেন, সে বিষয়েও তাঁদের সঙ্গে কথা বলেন মমতা। সম্মিলনীতে চিত্রতারকাদের মধ্যে হাজির ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, নুসরত জাহান, রুক্মিনী মৈত্র, ঋতুপর্ণা সেনগুপ্ত, গার্গী রায়চৌধুরী, সোহম চক্রবর্তী, অরিন্দম শীল, সব্যসাচী চৌধুরী-সহ অনেকে। আগামী ৫ ডিসেম্বর শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান-সহ চলচ্চিত্র উৎসবের দিনগুলিতে যাতে চিত্র তারকাদের সক্রিয় উপস্থিতি থাকে, সেই বিষয়েও অতিথিদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও অনুষ্ঠানে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। ছিলেন প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী, দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া, প্রাক্তন ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায়েরা। বিজয়া সম্মিলনীতে গান গেয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিধায়ক অদিতি মুন্সি, সুরজিৎ-সহ অনেকে। এ ছাড়াও সঙ্গীত জগৎ থেকে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল পণ্ডিত অজয় চক্রবর্তী, জয়তী চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়দের। বিজয়া সম্মিলনীতে সস্ত্রীক উপস্থিতি ছিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, মলয় ঘটক, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ অন্যান্যরা।

 

spot_img

Related articles

এসআইআর শুনানি শুরু হতেই সিইও দফতরে কড়া নিরাপত্তা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শুনানি পর্বের প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কেন্দ্রীয় বাহিনী...

যুব বিশ্বকাপের দলে বৈভব, ১৪ বছরেই পেলেন অধিনায়কত্বের দায়িত্ব

যুব বিশ্বকাপের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশা মতোই যুব বিশ্বকাপের দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী...

টলিউডে স্ক্রিনিং কমিটির বিরুদ্ধে অভিনেতা দেব, একজোট বাকি প্রযোজকরা 

কখনও ক্ষমতার আস্ফালনে বেশি শো পাওয়া কখনও আবার ফ্যান ক্লাবের নামে বাকি অভিনেতা-প্রযোজকদের কদর্য আক্রমণ - সব কটা...

২ তারিখ থেকে রাস্তায় থাকব: কর্মসূচি ঘোষণা অভিষেকের

পাখির চোখ বিধানসভা নির্বাচন। নতুন স্লোগান ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’— এই স্লোগান গলায় নিয়ে নতুন বছরের...