Tuesday, August 26, 2025

দূরত্ব ঘুচিয়ে চুটিয়ে দাম্পত্য, রাহুলকে কাছে টানার কারণ জানালেন প্রিয়াঙ্কা

Date:

Share post:

সেলিব্রিটিদের হাইপ্রোফাইল জীবনযাত্রা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বরাবরই বেশি। টলি থেকে বলি – এক পংক্তিতে সকলেই যেন আলোচনা আর সমালোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি বাংলা সিনেমা জগতের (Bengali Entertainment Industry) তারকাকে নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছে তার মধ্যে শিরোনামে উঠে এসেছেন রাহুল- প্রিয়াঙ্কা (Rahul Arunaday Banerjee and Priyanka Sarkar)। ৬ বছরের দূরত্ব ঘুচিয়ে আবার একে অন্যকে কাছে টেনে নিয়েছেন তাঁরা। ছেলে ‘সহজ’কে সঙ্গে নিয়েই দাম্পত্যের দ্বিতীয় ইনিংস চুটিয়ে উপভোগ করছেন তারকা জুটি। এতটাই কি সহজ ছিল? মুখ খুললেন প্রিয়াঙ্কা।

রবি ওঝা প্রোডাকশন হাউজের একটি সিরিয়াল দিয়ে বাংলা টেলি জগৎ ড্রয়িং রুমে বসে রাহুল- প্রিয়াঙ্কাকে খুঁজে পায়। বাকি কাজটা রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) একটা সিনেমাই করে দিয়েছিল। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের ব্যক্তিগত জীবন ততদিনে জড়িয়ে পড়েছে। দুজনেই নিজেদের মতো করে দাম্পত্যকে বাঁচিয়ে কাজে লেগে পড়েন। কিন্তু সেলিব্রেটি সংসারে ভাঙ্গনের ছবিটা খুব দ্রুতই স্পষ্ট হয়ে গেছিল ইন্ডাস্ট্রির কাছে। রাহুলের জীবনে একাধিক নারী সঙ্গ থেকে মাদকে আসক্ত হয়ে ছন্নছাড়া জীবনযাত্রাকে খুব সহজে মেনে নিতে পারেনি প্রিয়াঙ্কা। ততদিনে দুজনের ভালবাসার সম্পদ পৃথিবীর আলো দেখেছে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে একে অন্যের থেকে দূরে সরে গিয়েছিলেন নায়ক নায়িকা। কিন্তু তাদের মাঝে এক ‘সহজ’ সেতু ছিল, যা, আবার তাদের কাছাকাছি নিয়ে এল। ছ বছর পর একসঙ্গে পুজো কাটালেন তাঁরা তাই এটাও শিরোনাম হতে বেশি সময় নেয়নি। যদিও প্রিয়াঙ্কা বলছেন এর মাঝেও তাঁরা একসঙ্গে ঘুরতে গেছেন এবং সন্তানকে সমান ভাবেই সঙ্গ দিয়েছেন। কিন্তু এভাবে সবকিছু আগের মতো করে দেওয়াটা কি কঠিন মনে হয়েছিল? একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, মাত্র ১৩ বছর বয়স থেকে রাহুলের সঙ্গে পরিচয়। “যখন ছোট ছিলাম তখন আমার ভাল লাগত অন্য কাউকে, আর রাহুল ছিল অন্য সম্পর্কে। নিজেদের ভাল লাগা, সম্পর্ক নিয়ে সে সময় আলোচনা করতাম। তারপর ধীরে ধীরে প্রেম হল। প্রচন্ড ঝামেলা হয়েছে। দম্পতি হিসাবে হয়তো সম্পর্কটাকে ঠিক ভাবে সেই মুহূর্তে এগিয়ে নিয়ে যেতে পারিনি। কিন্তু পরস্পরের প্রতি সম্মান ছিল।” কিন্তু রাহুলকে দ্বিতীয় সুযোগ দিলেন কেন? প্রিয়াঙ্কা বলছেন ভুল তাঁরও ছিল। তাই শুধরে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি। আর নায়িকার মতে রাহুল এখন অনেক পরিণত তাই এবার দুজনেই সুস্থভাবে সন্তানের ‘সহজ’ প্রশ্নগুলোর উত্তর খুঁজতে পারবেন। হ্যাঁ রাহুল- প্রিয়াঙ্কার ছেলের নাম ‘সহজ’, যে আজ ভীষণ পরিণত। তাই মা বাবাকে একসঙ্গে দেখে নিজের অনুভূতি প্রকাশ্যে আসতে দিতে চায় না। ভাল থাকুন প্রিয়াঙ্কা, শুভেচ্ছা রইল।

spot_img

Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...