Sunday, January 11, 2026

জলের সংযোগ উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা, উত্তপ্ত আসানসোল

Date:

Share post:

ইসকোর (ISCO) সিএসআর তহবিল থেকে পানীয় জলের কলের সংযোগ উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল(Agnimitra Paul)। শুক্রবার দুপুরে আসানসোলের ৯৭ নং ওয়ার্ডের নাকড়াসোতা গ্রামে ঢুকতেই গ্রামবাসীদের বাধার মুখে পড়েন অগ্নিমিত্রা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। পাল্টা, এলাকায় কাজ না হওয়ায় বিধায়ককে কাছে পেয়ে গ্রামবাসী ক্ষোভ উগরে দিয়েছে অলে অভিযোগ তৃণমূলের।

আসানসোল পুরসভার ৯৭ নং ওয়ার্ডের নাকড়াসোতা গ্রামে সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। যার জেরেই এলাকার দাবি মেনে ইসকোর সিএসআর (Corporate Social Responsibility) ফান্ড থেকে জল সরবরাহের জন্য কলের লাইনের উদ্বোধন করার কথা ছিল শুক্রবার। এই প্রকল্প উদ্বোধন করতেই এলাকায় এসেছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক(BJP MLA) অগ্নিমিত্রা পল। তবে গ্রামে ঢোকার পরই সাধারণ মানুষের বিদ্ধভের মুখে পড়েন তিনি। অগ্নিমিত্রাকে ঘিরে ধরে দফায় দফায় বিক্ষোভ দেখায় জনতা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় তাঁর দেহরক্ষী থেকে পুলিশকে।

এই ঘটনার পিছনে তৃণমূলের হাত থাকার অভিযোগ তুলে অগ্নিমিত্রা বলেন, বহিরাগতদের এনে এই ঘটনা ঘটানো হয়েছে তৃণমূলের তরফে। যদিও তাঁর অভিযোগ পুরোপুরি অস্বীকার করে তৃণমূলের তরফে জানানো হয়েছে, গ্রামবাসীরাই বিক্ষোভ দেখিয়েছেন, বাইরের কেউ সেখানে ছিল না। অন্যদিকে, গ্রামবাসীরা জানাচ্ছেন, এলাকায় পানীয় জলের দাবি দীর্ঘদিনের। গ্রামবাসীদের আবেদনে সাড়া দিয়েছে ইসকো। তারাই জল সরবরাহের জন্য সংযোগের কাজ করেছে। তাই এই কাজে কোনও রাজনৈতিক দলকেই গ্রামে ঢুকতে দেওয়া হবে না।

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...