Saturday, August 23, 2025

“যেখানে জওয়ানদের মোতায়েন করা হয় সেটাই মন্দির”: হিমাচলে সেনাদের কুর্নিশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

দীপাবলি উপলক্ষ্যে সাতসকালেই পৌঁছে গিয়েছেন হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। লেপচাতে গিয়ে সেনাদের সঙ্গে কথা বলার পাশাপাশি দীপাবলি (Diwali) উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এছাড়াও সেনাদের মিষ্টি মুখ করানোর পাশাপাশি নিজেও সেনার পোশাকে সাজেন প্রধানমন্ত্রী। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেকারণেই দেশবাসীর চোখে সরকার তথা নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার জোর চেষ্টা চালালেন মোদি।

রবিবার মোদি বলেন, গত ৩০-৩৫ বছর ধরে একটা দীপাবলিও আসেনি যে আমি আপনাদের সঙ্গে কাটাইনি। আমি যখন সিএম বা পিএম ছিলাম না তখনও সীমান্তে যেতাম। সুরক্ষা বাহিনীর সঙ্গে দীপাবলি পালন করতাম। মোদি বলেন, যেখানে সেনা জওয়ানদের মোতায়েন করা থাকে সেটা মন্দিরের থেকে কম কিছু নয়। এদিন নিজের এক্স হ্যান্ডেলে নমো লিখেছেন, আমাদের সাহসী নিরাপত্তা বাহিনীদের সঙ্গে দেওয়ালি কাটানোর বিষয়টি আমার কাছে অন্য অভিজ্ঞতা এনে দিল। এটা আবেগের ব্যাপার। পরিবার থেকে অনেক দূরে দেশের এই অভিভাবকরা তাঁদের আত্মত্য়াগের মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করেন। মোদি এদিন আরও বলেন, আমাদের নিরাপত্তা বাহিনীর সাহস অতুলনীয়। প্রচন্ড প্রতিকূল পরিবেশে তাঁরা কাজ করেন। পরিবার থেকে অনেক দূরে থেকে তাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেন। আমাদের জীবনকে সুরক্ষিত রাখেন। ভারত চিরদিন তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকবে। পাশাপাশি যেভাবে ভারতের সুরক্ষাকে নিশ্চিত করার জন্য সেনারা কাজ চালিয়ে যাচ্ছেন তার ভূয়সী প্রশংসা করেন মোদি।

প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, আমাদের সাহসী সেনারা সীমান্ত পাহারা দেন। তাঁদের জন্য এই দেশ সুরক্ষিত। হিমালয়ের মতো সুরক্ষা বলয় তৈরি করেন তাঁরা। তবে এখানেই থামেননি তিনি। মোদি এদিন আত্মনির্ভর ভারতের কথাও তুলে ধরেন। তিনি জানান, ৫০০ মহিলা অফিসারকে পার্মানেন্ট কমিশনে নিয়োগ করা হয়েছে। রাফালের মতো প্লেন চালাচ্ছেন ভারতের মহিলা পাইলটরা।

 

 

 

spot_img

Related articles

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...