Thursday, November 6, 2025

৭০ ঘণ্টা পার, উত্তরাখণ্ডের সুড়ঙ্গে আটকে ৪০ শ্রমিক, উদ্ধারকার্যে নামল বায়ুসেনা

Date:

Share post:

৭০ ঘণ্টা পেরিয়ে গিয়েছে এখনও উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মীয়মান সুড়ঙ্গের মধ্যে আটকে রয়েছেন ৪০ জন শ্রমিক। উদ্ধারের সমস্ত রকম চেষ্টা চালানো হলেও বাধ সাধছে প্রকৃতি, বুধবার সকালে ফের ভূমিধস হয়েছে। এদিকে উদ্ধারের কাজে প্রশাসনের গড়িমশির অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এই পরিস্থিতিতে এবার ওই শ্রমিকদের উদ্ধারে নামল ভারতীয় বায়ুসেনা।

শ্রমিকদের উদ্ধার করতে মঙ্গলবার রাতে নতুন করে ড্রিল মেশিন দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হলেও, সে কাজ বিশেষ কোনোও অগ্রগতি হয়নি। বরং নতুন করে ধস নেমেছে। এরপরই বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা। উত্তরকাশীর জেলাশাসক অভিষেক রুহেলা মঙ্গলবারই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বুধবারই আটক শ্রমিকদের উদ্ধার করার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি সবকিছু পরিকল্পনা মাফিক হয় তাহলে বুধবারই আটক শ্রমিকদের বের করা যাবে। কিন্তু, নতুন করে সুড়ঙ্গ খোঁড়ার মধ্যে ফের ভূমিধস নামায় উদ্বেগ আরও বাড়ল। এদিকে সুড়ঙ্গের ভিতরকার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, কংক্রিট, রডের স্তূপে সুড়ঙ্গের মুখ আটকে রয়েছে। ফলে শ্রমিকেরা বেরোতে পারছেন না। আটকে পড়া শ্রমিকদের মধ্যে বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেরও পরিযায়ী শ্রমিক রয়েছেন।

উল্লেখ্য, গত রবিবার দীপাবলির দিনই উত্তরকাশীর একটি নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নামে। সেই সময় ৪০ জন শ্রমিক ভিতরে ছিলেন। সুড়ঙ্গের প্রবেশপথ থেকে ২০০ মিটার দূরে ধস নামে। ফলে ওই শ্রমিকেরা সুড়ঙ্গের ভিতরেই আটকে পড়েন। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তারপর পুলিশ, দমকল বাহিনীর সঙ্গে উদ্ধারকাজে নামে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু, বুধবার সকাল পর্যন্ত কোনও শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি।

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...