Sunday, May 4, 2025

PHD-তে ভর্তি থেকে নিয়োগের তালিকা স্থগিত! ফের প্রশ্নের মুখে যাদবপুরের অস্থায়ী উপাচার্যের ভূমিকা

Date:

Share post:

পিএইচডিতে (PHD) ভর্তির ক্ষেত্রে মানা হয়নি কোনও নিয়ম। সেকারণেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) তালিকা প্রকাশের (Candidate List) পরও থমকে গেছে ভর্তি প্রক্রিয়া। এমনই অভিযোগ তুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ (Buddhadeb Shaw)। তবে এই প্রথম নয়, রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর হাতে দায়িত্ব তুলে দেওয়ার পর একের পর পর এক বিতর্কিত কাজ করে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। এবারও তার অন্যথা হল না। তবে বুদ্ধদেবের দাবি, এই নিয়ে কর্মসমিতির বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু তা নিয়েও জটিলতা দেখা দিয়েছে কারণ কর্মসমিতির বৈঠক নিয়ে আগেভাগেই নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য। আর সেই কারণেই পিএইচডি-তে ভর্তি থেকে নিয়োগের তালিকা স্থগিত রাখা হয়েছে।

ইউজিসির নিয়ম অনুযায়ী, পিএইচডি কোর্সে ভর্তির তালিকা প্রকাশের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পিএইচডি অ্যাডমিশন কমিটি। ইউজিসির নিয়ম, এক জন অধ্যাপকের অধীনে ৮ জনের বেশি গবেষণা করতে পারবেন না। কিন্তু গত কয়েক বছরে যাদবপুরের ক্ষেত্রে দেখা গিয়েছে, গবেষকের সংখ্যা বেশি হলেও সুপার নিউমেরিক পোস্টে তাঁদের নিয়ে নেওয়া হত। এরই মধ্যে কিছু দিন আগে উপাচার্য বুদ্ধদেব সাউ অ্যাডমিশন কমিটির মিটিংয়ে যোগ দেন। তিনি কমিটির বিপরীত সিদ্ধান্তের কথা বলেন। তারপরও অ্যাডমিশন কমিটি পিএইচডিতে ভর্তির তালিকাকে অনুমোদন করে। বিজ্ঞপ্তি প্রকাশ করে গবেষকদের নামের তালিকা বের করা হয়। তবে এই নিয়ে আন্দোলনে নামার কর্মসূচি রয়েছে অধ্যাপকদের।

অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, অ্যাডমিশন প্রক্রিয়ায় দেরি হয়ে গিয়েছে। জুন মাস থেকে হওয়ার কথা ছিল। এখন বেনিয়ম দেখা যাচ্ছে। ইউজিসি গাইডলাইন মানা হয়নি। কমিটিতে যাঁরা ছিলেন, আমি ভেবেছিলাম, সবাই নিয়ম মেনে কাজ করবেন। কিন্তু তাঁরা একদম তা করেননি। সুপার নিউমেরিক করতে গিয়ে ছাত্রদের ভর্তিই প্রশ্নের মুখে। এমন চলতে থাকলে ছাত্রদের ভর্তির অনুমোদনই বাতিল হয়ে যাবে।

 

 

 

 

spot_img
spot_img

Related articles

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংস শিবিরে

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংসে(PBKS)। গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) পরিবর্তে পঞ্জাব কিংসে এলেন মিচেল ওয়েন(Mitchell Owen)। গত ম্যাচেই...

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...