Wednesday, November 12, 2025

রাজ্যপালের উলটপুরাণ! বর্ষপূর্তিতে বাংলার সঙ্গে ‘সখ্যতা’র বার্তা আনন্দ বোসের, নয়া কর্মসূচির ঘোষণা

Date:

Share post:

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে একবছর পূরণ করলেন সিভি আনন্দ বোস। প্রথমে রাজ্য প্রশাসনের সঙ্গে যথেষ্ট সদভাব ছিল রাজ্যপালের। বাংলা শিখতে হাতেখড়িও দেন তিনি। কিন্তু ধীরে ধীরে সম্পর্কের অবনতি ঘটে। প্রায়ই ঠাণ্ডা লড়াই চলে রাজভবন-নবান্নে। রাজ্যপাল বোসকেও জগদীপ ধনকড়ের মতো বিজেপি নেতা সুলভ আচরণের তকমা দেয় শাসকদল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মঙ্গলবার রাজভবনে সাংবাদিক বৈঠক থেকে নবান্নের সঙ্গে সখ্যতার বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। এ যেন একেবার উলটপুরণা! শুধু তাই নয়, ‘‘রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর এক অপরের প্রতি সম্মান থাকলে কাজ ভাল হবে।’’ বলেও মন্তব্য করেন আনন্দ বোস।

উপাচার্য নিয়োগ থেকে শুরু করে পঞ্চায়েত ভোটের হিংসা, রাজ্যের দুর্নীতি নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যপাল। এই নিয়ে নবান্নের সঙ্গে তুমুল বিরোধ বাধে রাজভবনের। তবে, রাজ্য-রাজ্যপাল সংঘাতের অভিযোগ উড়িয়ে রাজ্যপালের দাবি, ‘‘রাজভবনের সঙ্গে সরকারের সংঘাতের যে কথা চাউর আছে, আদপে তেমন কোনও সংঘাত নেই।’’ এদিন একেবারে উল্টো সুর রাজ্যপালের গলায়। বলেন, ‘‘হিংসা বা দুর্নীতি সরকার করেছে, বলছি না। তবে যেখানে তা হয়েছে, আমি মনে করি সরকার সেখানে ব্যবস্থা নেবে।’’

এদিন বাংলাকে তাঁর কর্মভূমি বলে উল্লেখ করেন রাজ্যপাল। তাঁর কথায়, ’’কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সম্পর্কের তিনটি স্তর রয়েছে। প্রথম ব্যক্তিগত। দ্বিতীয় গণতন্ত্রের রক্ষা এবং তৃতীয় সাম্য বজায় রাখা। আমি বাংলাকে ভালবাসি। বাংলার মানুষকে অত্যন্ত ভালবাসি।’’

রাজ্যেপালের দাবি তিনি তাঁর সাংবিধানিক সতীর্থের বিরুদ্ধে আজ পর্যন্ত একটিও শব্দ বলেননি বা লেখেননি। কারণ, তাঁর মতে, মুখ্যমন্ত্রী মানুষের চাহিদা মেটাবেন। রাজ্যপাল সেই সাংবিধানিক বিষয়টা দেখবেন। পরস্পরের প্রতি সম্মান থাকলে কাজ ভালো হবে।

তবে, এদিন রাজ্যের পাঠানো কোনও বিল রাজভবনে আটকে নেই বলে মন্তব্য করেন আনন্দ বোস (CV Anand Bose)। তবে, রাজ্য সরকারের তরফে বারবার অভিযোগ করা হয়, বিভিন্ন বিল আটকে রেখেছেন রাজ্যপাল।

আরও পড়ুন: Entertainment: এমিতে মুখ উজ্জ্বল করলেন একতা, পুরস্কার জিতলেন বীর দাস!

২৩ নভেম্বর থেকে রাজভবনে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। রাজভবনে রাজ্যপালের সঙ্গে  খাবার সুযোগ পাবেন বাংলার আমজনতা। নাম ‘মিল উইথ গভর্নর’। তফশিলি জাতি-উপজাতি ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়ার কথাও ঘোষণা করেন রাজ্যপাল।

spot_img

Related articles

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...

আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে...